পদযাত্রায় বেরিয়ে ট্রাকভর্তি মুরগি কিনলেন অম্বানী-পুত্র!

পদযাত্রায় বেরিয়ে ট্রাকভর্তি মুরগি কিনলেন অম্বানী-পুত্র!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – হাতে মুরগি ধরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী। জামনগর থেকে দ্বারকা অভিমুখে পদযাত্রা করছেন তিনি। রাত হলেই কড়া নিরাপত্তায় ঘিরে থাকা অম্বানী-পুত্র হাঁটতে শুরু করছেন। পাঁচ দিন আগে এই যাত্রা শুরু করেছেন তিনি। তবে মঙ্গলবার এক অন্য অভিজ্ঞতার সম্মুখীন হলেন অম্বানী-পুত্র। মাঝরাস্তায় হাতে মুরগি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাঁকে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।



‘ভিদিৎ শর্মা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হাতে মুরগি নিয়ে দাঁড়িয়ে কথা বলছেন অনন্ত। মঙ্গলবার দ্বারকার কাছে খাম্ভালিয়া শহরের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। তখন রাস্তায় ট্রাকভর্তি মুরগি নিয়ে যেতে দেখেন অম্বানী-পুত্র। ট্রাকের ভিতর বন্দি ছিল ২৫০টি মুরগি। মুরগিগুলিকে জবাই করার নিয়ে যাওয়া হয়েছিল। তা বুঝতে পেরে ট্রাকভর্তি মুরগি উদ্ধার করলেন অনন্ত।



২৫০টি মুরগির কত দাম তা জেনে নিলেন অম্বানী-পুত্র। অনন্তের সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষী-সহ তাঁর কয়েক জন কর্মী। ট্রাকভর্তি মুরগি কিনে ফেলার সিদ্ধান্ত নেন অনন্ত। হাতে একটি মুরগি নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক কর্মীকে সেই দাম মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তিনি। সেই মুরগিগুলিকে ‘বনতারা’ নিয়ে যাবেন বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top