পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন জাপান, জার্মানি ও ইতালীর তিন বিজ্ঞানী

পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন জাপান, জার্মানি ও ইতালীর তিন বিজ্ঞানী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পদার্থবিদ্যায়

পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন জাপান, জার্মানি ও ইতালীর তিন বিজ্ঞানী। ২০২১ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষিত হল। জাপানের সুকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমান ও জিওরজিও প্যারিজি এই সম্মানে ভূষিত হয়েছেন। জানা গিয়েছে,  বিশ্ব পরিবেশ সংক্রান্ত গবেষণার জন্য সুকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমান সম্নানিত। একই সঙ্গে পরমাণু ও গ্রহ বিষয়ক ‘ইন্টার প্লে অফ ডিজঅর্জার ‘ সংক্রান্ত গবেষণায় অবদানের জন্য প্যারিসি পেলেন এই সম্মান।

 

বিশ্ব পরিবেশ সংক্রান্ত বিশেষ গবেষণায় অবদান রয়েছে ক্লাউস হ্যাসেলম্যান ও সুকুরো মানাবের। এই সম্মানের দ্বিতীয় অংশ গিয়েছে জর্জিও প্যারিসির কাছে। ‘অ্যাটোমিক ও প্ল্যানেটারি স্কেলস’ এ পদার্থবিজ্ঞানের অবিন্যস্ত ও উথালপাথাল হওয়া বহু ঘটনার বিষয় তাঁর গবেষণা পত্রে রয়েছে।

 

এদিন নোবেল কমিটির সেক্রেটারি থমাস পার্লম্যান এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেন। উল্লেখ্য, কোভিজ মহামারীর সময়ে নিজের দেশে বসেই এই পুরস্কার গ্রহণ করতে পারবেন বিজ্ঞনীরা। উল্লেখ্য, জাপানের সুকুরো মানাবেই প্রথমবার আবহাওয়া ও জলবায়ুর গতিবিধি খতিয়ে দেখার জন্য একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেন। ভূত্বকের উপর কার্বন ডাই অক্সাইডের ব-দ্ধির জেরে কীভাবে তাপমাত্রা বাড়ছে তার গবেষণা থেকেই মানাবে পেলেন এই পুরস্কার।

 

আর ও  পড়ুন    দেশে সর্বনিম্ন কোভিড সংক্রমণ, পুজোর মরসুমে মিললো স্বস্তি

 

জার্মানির বিজ্ঞানী ৮৯ বছরের ক্লাউস হ্যাসেলমান। সমুদ্রবিদ্যায় হ্যাসম্যান থিওরি রীতিমতো পরিচিত বিষয়। আর সেই হ্যাসেলমান থিওরির জনক এই জার্মান বিজ্ঞানী আবহাওয়া ও জলবায়ুর মধ্যে সংযোগ স্থাপন হেতু বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তাঁর গবেষণায় আর সেই জায়গা থেকেই জিতে নিয়েছেন এই পুরস্কার।।

 

মূলত বিজ্ঞানীদের এই আবিষ্কার বিশ্বে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে একটি বড় দিক উন্মোচন করে  দিয়েছিল। নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ও বিলাসী বহু সামগ্রী থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড আসন্ন সময়ে বিশ্বের আবহাওয়ার জন্য কতটা ক্ষতিকর হতে পারে, তা নিয়ে রয়েছে এই বিশেষ গবেষণা।

 

কার্বন ডাই অক্সাইড কীভাবে বিশ্বে তাপমাত্রাকে বাড়িয়ে দিয়ে নানান সমস্যা ও জটিলতার জন্ম দিচ্ছে তা নিয়েই রয়েছে এই তাবড় বিজ্ঞানীদের গবেষণা। জর্জিও প্যারিসির গবেষণার বিষয় মূলত কোয়ান্টাম ক্ষেত্র। তাঁর গবেষণা স্ট্যাটিসটিক্যাল মেকানিক্স নিয়ে। মনে করা হচ্ছে এই বিজ্ঞানীদের আবিষ্কার পদার্থবিদ্যায় আগামী দিনে নয়া দিশা দেখাতে পারবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top