পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পদ্মভূষণ

প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি।জানা গিয়েছে, এবার পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান ‌পাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

 

বাংলায় একা তিনি নন, এবার পদ্ম সম্মান পাচ্ছেন আরও অনেকেই। পদ্মভূষণ সম্মান পাচ্ছে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। অতীতে বিজেপি–র সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এখন শিল্পক্ষেত্রে অবদানের জন্য গুগ্‌ল কর্তা সুন্দর পিচাই এবং মাইক্রোসফ্‌ট–এর কর্তা সত্য নাদেলাকেও দেওয়া হচ্ছে পদ্মভূষণ। তালিকা আরও দীর্ঘ।

 

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও পাচ্ছেন এই খেতাব। কোভিডের টিকা কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের কর্ণধার সাইরাস পুনাওয়ালাও পাচ্ছেন পদ্মভূষণ সম্মান।

 

আর ও পড়ুন    পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

 

মরণোত্তর পদ্মবিভূষণ পেতে চলেছেন প্রয়াত বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ, প্রয়াত প্রতিরক্ষাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত, শিক্ষাবিদ রাধেশ্যাম খেমকা। পদ্মবিভূষণ পাচ্ছেন সঙ্গীতশিল্পী প্রভা আত্রে।

 

যদিও অনেকেই এর মধ্যে রাজনীতি দেখছেন। অভিযোগ, বেছে বেছে বিজেপি ঘনিষ্ঠ অথবা বিজেপি–বিরোধীদের সঙ্গে যাঁদের বিরোধিতা রয়েছে, তাঁদেরই দেওয়া হচ্ছে এই সম্মান। বাম নেতা সুজন চক্রবর্তীও এর নেপথ্যে চালই দেখছেন। তাঁর কথায়, বুদ্ধবাবু এসবের প্রত্যাশা করে কাজ করেননি।  ‘‌পশ্চিমবঙ্গের স্বচ্ছ রাজনীতিবিদদের নাম করতে গেলে, প্রথমেই থাকবেন বাম নেতারা।

 

উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি।জানা গিয়েছে, এবার পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান ‌পাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলায় একা তিনি নন, এবার পদ্ম সম্মান পাচ্ছেন আরও অনেকেই। পদ্মভূষণ সম্মান পাচ্ছে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

 

অতীতে বিজেপি–র সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এখন শিল্পক্ষেত্রে অবদানের জন্য গুগ্‌ল কর্তা সুন্দর পিচাই এবং মাইক্রোসফ্‌ট–এর কর্তা সত্য নাদেলাকেও দেওয়া হচ্ছে পদ্মভূষণ। তালিকা আরও দীর্ঘ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top