নিজস্ব সংবাদদাতা, বীরভূম:- পদ্মশ্রী প্রাপ্ত সুপ্রসিদ্ধ চিকিৎসক ডাঃ সুশোভন ব্যানার্জির আবক্ষ মূর্তিতে কালি লেপে দেওয়ার মতো নক্কারজনক ঘটনা ঘটলো বীরভুমের বোলপুর শহরে। ঘটনার পর থেকেই শহরের একাংশ নিন্দায় সরব হয়েছেন। এই চিকিৎসক যিনি এলাকায় ১ টাকার ডাক্তার হিসেবে খ্যাত। জেলা ছাড়াও তাঁর খ্যাতি রয়েছে দেশজুড়ে। এমবিবিএস, এমএফপিএ, ডিসিপি চিকিৎসক ডাঃ সুশোভন ব্যানার্জি কয়েক দশক ধরে বোলপুরের হরগৌরী তলায় মাত্র ১ টাকার বিনিময়ে রোগী দেখে আসছেন। আর তিনি তাঁর কর্তব্যে এতটাই অবিচল যে যখন রাজ্যে এন আর এস কাণ্ড নিয়ে রাজ্যের প্রায় সমস্ত চিকিৎসকেরা ধর্মঘটে সামিল হয়েছিলেন তখনও তিনি তার কলম থামাননি। আর এই কৃতিত্বের জন্য তিনি সম্প্রতি ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন।
বিখ্যাত এই চিকিৎসকের একটি আবক্ষ মূর্তি বোলপুরের ১৪ নম্বর ওয়ার্ডের তাঁর বাড়ির সামনেই প্রতিষ্ঠা করা হয়েছিল। আবক্ষ এই মূর্তির উদ্বোধন করেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর এই মূর্তিতেই গতকাল রাতে কেউ বা কারা কালি লেপে দেয়। যদিও এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছেন তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুরের বাসিন্দাদের একাংশের বক্তব্য, এই ঘটনা ডাঃ সুশোভন ব্যানার্জিকে কোনরকম কালিমালিপ্ত করছে না বরং এই ঘটনা বোলপুরের বাসিন্দাদের কালিমালিপ্ত করছে। পাশাপাশি তাদের এটাও দাবি যে যারা এই মূর্তি স্থাপন করেছিলেন তাদের কর্তব্য এর সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করা।