Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
পদ্মা পারের হাওয়ায় উত্তাল গঙ্গা পারের কলিকাতা

পদ্মা পারের হাওয়ায় উত্তাল গঙ্গা পারের কলকাতা

পদ্মা পারের হাওয়ায় উত্তাল গঙ্গা পারের কলকাতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ময়ূখ বসু, কলকাতা ঃ-  পদ্মা পারের হাওয়ায় উত্তাল গঙ্গা পারের কলকাতা।
‘সাদা সাদা কালা কালা,
রং জমেছে সাদা কালা,
হইছি আমি মন পাগলা
বসন্ত কালে …..’
গত ৩ মাসেই ৪ কোটি ৫ লাখ ভিউস নিয়ে শুধু পদ্মার পাড়েই নয় গঙ্গার পারের মানুষদের মনেও এক আলাদাই ভালোবাসার যায়গা দখল করে নিয়েছে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীর  অভিনীত সিনেমা ‘হাওয়া’। আর এই ভালোবাসার প্রকাশ ঘটলো শনিবার কলকাতার নন্দন সিনেমা হলে। আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ চলচিত্র উৎসবের প্রথম দিনেই নন্দনে প্রদর্শিত হলো ওপার বাংলার বহু চর্চিত ‘হাওয়া’।

 

বাংলাদেশ চলচিত্র উৎসবের প্রথম দিনেই হাওয়া দেখতে দীর্ঘ লাইন ধরেছেন কলকাতার সিনেমা প্রেমীরা। এদিন সিনেমা শুরুর নির্ধারিত সময়ের ৩ঘন্টা আগে থেকেই নন্দনের সামনে ভিড় করছেন সিনেমা প্রেমীরা। চলচ্চিত্র উৎসব উপলক্ষে নন্দন চত্বরে উপস্থিত ছিলেন ওপার বাংলার বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। এদিন সোসাল মিডিয়াতে নিজের একাউন্টে নন্দন-১ এর সামনের দাঁড়িয়ে সিনেমা প্রেমীদের ভাবাবেগ ও উৎসাহের ভিডিও শেয়ার করেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

 

সেখানে দেখা যায় সব বয়সের দর্শকরা ছবিটি দেখার জন্য হলের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, কেউবা সময়ের অপেক্ষায় বসে আছেন। অপেখ্যা শুধু হলের গেট খোলার। ছবিটি দেখার জন্য যেন এক আলাদাই যুদ্ধে নেমে পরেছে সিনেমাপ্রেমীরা। মিস করতে চান না ছবিটি কেউই, তাই তো সকাল থেকেই এসে দাঁড়িয়ে আছেন সিনেমাপ্রেমীরা। উল্লেখ্য শনিবার থেকে কলকাতায় শুরু হল ৪র্থ ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় চলচ্চিত্র উৎসবটি চলবে আগামী ২রা নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন – ছট পুজোর প্রাক মুহুর্তে শিলিগুড়িতে হদিস পাওয়া গেল সূর্যদেবের মন্দিরের

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত নন্দন-১, ২ ও ৩ নম্বর হলে প্রদর্শিত হবে বাংলাদেশি চলচ্চিত্র। শনিবার বিকেলে কলকাতার রবীন্দ্রসদনে বাংলাদেশ চলচিত্র উৎসবের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এম পি, পশ্চিমবঙ্গ তথ্য প্রজুক্তির মন্ত্রি বাবুল সুপ্রিয় সহ জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। উৎসবে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘গুণিন’, ‘বিউটি সার্কাস’, ‘শাটল ট্রেন’ সহ বাংলাদেশের ৩৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সর্বপরি বলা বাহুল্য ‘পদ্মা পারের হাওয়ায় উত্তাল গঙ্গা পারের কলিকাতা’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top