
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৬ ই জানুয়ারী :মাস ছয়েক আগে দেগঙ্গার নিরামিষা গ্ৰামের খাদিজার সাথে বিয়ে হয় দেগঙ্গা থানার আমুলিয়া গ্ৰামের দিনমজুর সেখ ফারুকের । বিয়েতে পাওনা মতো পন দেওয়ার পরও প্রায়শই আরো পনের দাবিতে চাপ দিতে থাকে অভিযুক্তরা। মাস দুয়েক অন্তঃস্বত্তা হয়ে পরার পর নির্যাতন আরো বেড়ে যায় গৃহবধূর উপর।মৃতার পরিবারের অভিযোগ, পনের টাকা না দিলে ভ্রণো নষ্ট করার জন্য মারধর অশান্তি চরম আকার নিলে বুধবার সন্ধ্যায় গৃহবধূকে মারধর করে গলা টিপে শ্বাসরোধ করে মেরে দড়িতে ঝুলিয়ে দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বিশ্বনাথ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।মৃতার দাদা দেগঙ্গা থানায় মৃতার স্বামী, স্বশুর,স্বাশুড়ি, ননদের নামে লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার তদন্তে দেগঙ্গা থানার পুলিশ l



















