পয়লা বৈশাখে বৃদ্ধাশ্রমে ‘দিদাদের’ পোশাক দিলেন সায়ক!

পয়লা বৈশাখে বৃদ্ধাশ্রমে ‘দিদাদের’ পোশাক দিলেন সায়ক!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – এবারের পয়লা বৈশাখটা  একেবারে অন্যরকমভাবে কাটল সায়কের । টেলিভিশনের দুনিয়া থেকে বেরিয়ে সায়ক এবার বৃদ্ধাশ্রমে নববর্ষের আগের বিকেলটা কাটান। বৃদ্ধাশ্রমে চৈত্রের শেষ বিকেল কাটান টেলি দুনিয়ার এই জনপ্রিয় মুখ। সোমবার বিকেলে  মায়ের সঙ্গে একটি বৃদ্ধাশ্রমে যেতে দেখা যায় সায়ককে।বৃদ্ধাশ্রমে বসবাসকারী ‘দিদাদের’ সঙ্গেই তিনি নববর্ষের আগের বিকেলটি কাটাতে চান বলে জানান। শুধু তাই নয়, নববর্ষের আগে একেবারে অন্যরকরম একটি বিকেল কাটান টেলিভিশনের এই জনপ্রিয় মুখ। প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি একজন জনপ্রিয় ভ্লগার হিসেবেও নাম রয়েছে সায়কের। যেখানে নিজের জীবনের ছবি তুলে ধরেন  এই অভিনেতা।



সায়কের পরিবারে তাঁর বউদি সুস্মিতাও একজন অভিনেত্রী। ফলে টেলি জগতের এই দুই জনপ্রিয় অভিনেতার ভ্লগ দেখতেও পছন্দ করেন বহু মানুষ।  সায়ক এখনও বিয়ে করেননি। মাকে জড়িয়েই তাঁর সংসার। তাই মায়ের জন্য গয়না কেনা হোক কিংবা শাড়ি, সবেতেই দেখা যায় সায়কের বিশেষত্ব।

RECOMMENDED FOR YOU.....