পরকীয়া করতে গিয়ে ধরা পরল স্বামী, স্ত্রীর হাতে স্বামী ও তার প্রেমিকা বেধড়ক মারধর

পরকীয়া করতে গিয়ে ধরা পরল স্বামী, স্ত্রীর হাতে স্বামী ও তার প্রেমিকা বেধড়ক মারধর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পশ্চিম বর্ধমান দুর্গাপুর কাঁকসা :কাঁকসার রথ তলার বাসিন্দা তারা প্রসাদ মন্ডল পেশায় মানকর হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক।


তারাপ্রসাদ মন্ডলের স্ত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পরকীয়ায় মগ্ন ছিল তার স্বামী অন্য একটি মহিলার সাথে। তারা প্রসাদের বউ শিল্পী দেবী ও তার ভাইয়ের অভিযোগ ১০ বছর ধরে ঠিকমতো তারাপ্রসাদ বাড়িতে আসতো না। অন্যান্যদের মুখে শোনা যেত কারসার সুভাষ পল্লী এলাকায় একটি বাড়িতে ওই একটি মহিলাকে নিয়ে মাঝের মধ্যে থাকতো।

সেই মতন সোমবার বিকেলে তারা প্রসাদ কে হাতেনাতে ধরে ফেলে তার স্ত্রী শিল্পী দেবী এরপর শিল্পী দেবী উত্তেজিত হয় তার স্বামীকে বেল দিয়ে বেধড়ক মারধর করে খবর পেয়ে আসে গাছা থানার পুলিশ।

কাঁকসা থানা পুলিশ এসে দুজনকে নিয়ে যায় কাঁকসা থানায় যদিও পরিবারের লোক আইনত শাস্তির দাবি জানিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top