পশ্চিম মেদিনীপুর – পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম-২ নম্বর ব্লকের খোদামবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামে পরকীয়া সন্দেহের জেরে রক্তাক্ত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্ত্রী আরমিনা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছে স্বামী শেখ নজু। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পরকীয়া নিয়ে দাম্পত্য কলহ চলছিল এই দম্পতির মধ্যে। বহুবার গ্রামের লোকেরা মিটমাটের চেষ্টা করলেও কোনও ফল মেলেনি।
বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন আরমিনা বিবি। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় বাসিন্দা শানু বিবি বলেন, “আমরা ঘুমিয়ে ছিলাম, হঠাৎ শুনি নজু তার স্ত্রীকে মেরেছে। গিয়ে দেখি মুখে ও মাথায় গভীর ক্ষত। গামছা দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যাই।” আহত আরমিনার ছেলে শেখ আলামিন জানান, “ছোটবেলা থেকেই বাবা-মায়ের মধ্যে অশান্তি ছিল। বাবা প্রায়ই মায়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলতেন, কিন্তু কখনও প্রমাণ করতে পারেননি। বৃহস্পতিবার রাতে মা ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি কোপ মারেন। মা চিৎকার করতেই প্রতিবেশীরা ছুটে আসে, তখনই বাবা পালিয়ে যায়।”
বর্তমানে অভিযুক্ত শেখ নজু পলাতক। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম অধিকারী জানিয়েছেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।”




















