ই রিক্সা ও স্কুটিকে পরপর ধাক্কা মেরে পালিয়ে গেলে লরি

ই রিক্সা ও স্কুটিকে পরপর ধাক্কা মেরে পালিয়ে গেলে লরি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পরপর

ই রিক্সা ও স্কুটিকে পরপর ধাক্কা মেরে পালিয়ে গেলে লরি । এনজেপি জাড়রা ভিটা আন্ডারপাসে দুর্ঘটনার কবলে পড়ে ই রিস্কার চালক। শুক্রবার রাতে এনজেপি জাবরাভিটা আন্ডারপাসে এফসিআই গোডাউন একটি সিমেন্টের লরি আন্ডার পাশ হয়ে ইস্টার্ন বাইপাসে দিগে যাবার পথে। যাবরাভিটা আন্ডারপাসে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ই রিস্কাকে সেখান থেকে লরিটি পালিয়ে গিয়ে জাবরা ভিটা মাদানী বাজারের কাছে আর এক স্কুটি সমেত চালককে ধাক্কা মেরে পালিয়ে যায়।

 

পালিয়ে যাবার পথে স্থানীয় বেশকিছু ব্যক্তিরা সেই লরিটির পিছনে গাড়ি নিয়ে ধাওয়া করেন। বেশ কিছুদূর গিয়ে লরি টিকে ধরে ফেলেন সেই ব্যক্তিরা। এরপর খবর দেওয়া হয় এনজেপীর থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ির চালক সমেত সেই লরিটিকে আটক করে এনজেপীর থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায় এনজিপি এফসিআই গোডাউনের সিমেন্টের লরি যাবরাভিটা আন্ডারপাসে কাছে কৃষ্ণ বর্মন নামে এক ইরিস্কা চালকে ধাক্কা মেরে পালিয়ে যাবার পথে আবারো মাদানী বাজারের কাছে অপর এক স্কুটি চালক কে ধাক্কা মেরে পালিয়ে যায়।

 

সেই সময় তারা লরির পিছনে ধাওয়া করে বেশ কিছুদূর গিয়ে সেইলরি টিকে তারা ধরে ফেলা হয়। লরি চালককে জিজ্ঞাসাবাদ করলে সে কিছুই বলতে পারেনা মদ্যপ অবস্থায় থাকা কারণে এই দুর্ঘটনা ঘটেছে অনুমান করছেন । তারা ক্ষোপ উগরে বলেন এনজেপি থেকে বড় বড় লরি গুলো যাবরা ভিটা আন্ডার পাস হয়ে এই পথ দিয়ে বেপরোয়া ভাবে চলাফেরা করে। দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে আন্ডারপাস। ম্যানহোলের ঢাকনা খোলার থাকার জন্য একমুখী পথ দিয়ে যাতায়াত করতে হয় ছোট বড় সব গাড়িগুলো।

 

দিনের বেলা পুলিশের এই আন্ডারপাসের নজরদারি থাকলে রাতের বেলা নজরদারি না থাকার কারণে প্রত্যেকদিন ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলছে। শিলিগুড়ির বড় বড় নেতারা আন্ডারপাস মেরামত করার জন্য প্রতিশ্রুতি দিয়ে গেলেও কোনো সুরাহা হয়না আন্ডারপাসে। এফসিআই গোডাউনার লরি গুলো বিপদজনক অবস্থায় রয়েছে আর লরি চালক গুলো কম বয়সী থাকার কারণে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে যায়। এই নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে এই পথে।

 

আর ও পড়ুন     দীঘার সমুদ্র সৈকতে ঘোড়া চালানোয় নিষেধাজ্ঞা জারি, সংকটে ঘোড়া ব্যবসায়ীরা

 

আজকে ও একটি ই রিস্কা কে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম হয় রিস্কা চালকটি। বেশি রাত হওয়ার কারণে জন্য আন্ডারপাস দিয়ে কোন যানবাহন না যাওয়ায় বেশ কিছু সময় ধরে ইরিস্কা সমেত চালক আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে হয়। এর পর ওই আন্ডারপাস দিয়ে যাওয়ার পথে বেশ কিছু যানবাহনের চালক রা দেখতে পান ইরিস্কা সমেত চালক রাস্তায় উল্টে পরে রয়েছে। অন্য গাড়ির চালকরা নেমে গিয়ে ইরিস্কা টিকে উঠিয়ে চালককে গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।

 

স্কুটিতে থাকা কাঞ্চন কর্মকার বলেন,তিনি জলের ব্যবসা করেন স্কুটি করে এনজেপি তে জল দিতে যাওয়ার পথে তিনি দেখতে পান বাড়ি ভাষা মাদারি বাজার এর কাছে একটি লরি দ্রুতগতিতে ছুটে আসছে তিনি দিশেহারা হয়ে রাস্তার একদিকে দাঁড়িয়ে পড়েন ঠিক সেই সময় লরিটি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সে লরিটি দ্রুতগতিতে আশাতে তিনি আগে থেকেই বুঝতে পারার কারণে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। তবে জানা যায় ইরিস্কা চালক আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার ভর্তি করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top