জঙ্গলমহল জুড়ে পালিত হচ্ছে ছোট মকর পরব। অগ্রহায়ণ মাসের সংক্রান্তি উপলক্ষে বৃহস্পতিবার ঝাড়গ্রাম অর্থাৎ জঙ্গলমহল জুড়ে পালিত হল ছোট মকর পরব । প্রাচীনকাল থেকে অগ্রহায়ন মাসের সংক্রান্তিতে ছোট মকর পরব ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গল মহল জুড়ে পালিত হয় ।
শস্য দেবীকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে ঘরে নিয়ে আসা হয়। স্থানীয় মানুষ এই উৎসবকে ঠাকুর আনা বলে থাকেন। এছাড়াও বিভিন্ন জায়গায় এদিন একটি মাটির মালশার বিশেষ পাত্রে আলপনা দিয়ে তার উপরে আতপ চাল, ধান, দূর্বা ও গাঁদা ফুল দিয়ে তুলসী তলায় অথবা বারান্দার কোন জায়গায় টুসু পাতা হয়। অর্থাৎ পৌষ সংক্রান্তির টুসু পরবের সূচনা হয় এদিন থেকেই।
এরপর থেকেই টুসুকে প্রতিদিন সন্ধ্যায় গ্রামের মহিলারা গান গেয়ে জাগরণ করে থাকেন ।ছোট মকর পরব উপলক্ষে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় মোরগ লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি , বিনপুর,ঝাড়গ্রাম, সহ বিভিন্ন এলাকায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মোরগ লড়াইয়ের অনুষ্ঠান হয়।
আর ও পড়ুন বাঘরোল দেখে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়লো বাগনানে
ছোট মকর পরব উপলক্ষে পিঠে পুলির আয়োজন করা হয় প্রতিটি বাড়িতে। বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। তাই শীতের আমেজে ছোট মকর পরব উপলক্ষে মেতে উঠেছেন জঙ্গলমহলের বাসিন্দারা। বিভিন্ন এলাকায় ধামসা মাদলের তালে তালে নাচ গানের আয়োজন করা হয়েছে।
ঘরে ঘরে পিঠে পুলি তৈরির পাশাপাশি বিভিন্ন জায়গায় মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গ্রামবাসীরা। তাই জঙ্গলমহল জুড়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় ছোট মকর পরব। ছোট মকর পরব থেকেই মকর পরব এর প্রস্তুতি শুরু হয়ে যায় প্রতি বাড়িতে।
উল্লখ্য, জঙ্গলমহল জুড়ে পালিত হচ্ছে ছোট মকর পরব। অগ্রহায়ণ মাসের সংক্রান্তি উপলক্ষে বৃহস্পতিবার ঝাড়গ্রাম অর্থাৎ জঙ্গলমহল জুড়ে পালিত হল ছোট মকর পরব । প্রাচীনকাল থেকে অগ্রহায়ন মাসের সংক্রান্তিতে ছোট মকর পরব ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গল মহল জুড়ে পালিত হয় । শস্য দেবীকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে ঘরে নিয়ে আসা হয়।
স্থানীয় মানুষ এই উৎসবকে ঠাকুর আনা বলে থাকেন। এছাড়াও বিভিন্ন জায়গায় এদিন একটি মাটির মালশার বিশেষ পাত্রে আলপনা দিয়ে তার উপরে আতপ চাল, ধান, দূর্বা ও গাঁদা ফুল দিয়ে তুলসী তলায় অথবা বারান্দার কোন জায়গায় টুসু পাতা হয়। অর্থাৎ পৌষ সংক্রান্তির টুসু পরবের সূচনা হয় এদিন থেকেই।