ভবানীপুরে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় , ভোট পরবর্তী হিংসার আশঙ্কা করছে বিজেপি। সকাল থেকে শুরু হয়েছে হাইভোল্ভটেজ বানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। প্রাথমিকভাবে গণনার প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের ভোট গণনা চলছে।সেখানেও প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।
ভবানীপুরে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে ২৫০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ভবানীপুরে পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়ে গিয়েছে। পোস্টাল ব্যালটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা শেষে ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৩৬৫০ টি ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ৮৮১ টি ভোট এবং সিপিএমের শ্রীজীব বিশ্বাস পেয়েছেন মাত্র ৮৫ টি ভোট। ভবানীপুরে মোট ২১ রাউন্ড ভোট গণনা হবে।
এদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, ‘সগর্বে আমরা নন্দীগ্রামের বেইমানদের জবাব দেব। কোনও চিন্তা করার দরকার নেই। আরাম করে কাউন্টিং চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ থেকে ৮০ হাজার ভোটে জিতছেন। ভবানীপুরে কোনও অশান্তি হয় না। এবারেও কোনও অশান্তি হবে না। ভবানীপুর সংস্কৃতি প্রিয় মানুষদের জায়গা। বিজেপিপ্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বাইরের লোক। ভবানীপুর সম্বন্ধে কিছুই জানেন না।
আর ও পড়ুন রাজ্যে পুরভোট কবে হবে? কী ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বলেন, একুশের বিধানসভা নির্বাচনের পরে যে ধরনের সন্ত্রাস হয়েছিল, তা বাংলার সম্মান নষ্ট করেছে। তাই এবার যাতে সন্ত্রাস না হয় তাই আগেভাগে আদালতের দ্বারস্থ হয়েছি। আর ফিরহাদ হাকিম তো বলেছিলেন ১ লাখ ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো দেখছি মার্জিন কমিয়ে বলছেন। ঠিকমতো রিগিং করতে পারেননি বলে মার্জিন কম করে বলছেন।
উল্লেখ্য, ভবানীপুরের পাশাপাশি অন্য ২ কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থীরা। জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জেও এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। এদিকে ভবানীপুর উপনির্বাচনের ফল ঘোষণার পর হিংসার আশঙ্কা করছে বিজেপি।
ভোট পরবর্তী হিংসার আশঙ্কায় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় এবং কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং কলকাতার পুলিস কমিশনারকে চিঠি লিখেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভোট পরবর্তী হিংসা রুখতে আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।
প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন,পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের পরে যে ধরনের সন্ত্রাস হয়েছিলো, তা বাংলার সম্মান নষ্ট করেছে, তাই এবার যাতে সন্ত্রাস না হয় তাই আগেভাগে আদালতের দ্বারস্থ হয়েছি।