২০২১ বিধানসভা ভোটে বিজেপির হয়ে রাজনীতির ময়দানে পা রাখেন অভিনেত্রী পায়েল সরকার। তবে ভোটে হেরে যাওয়ার পর থেকে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে বেশ কিছুটা গুটিয়ে নিয়েছেন তিনি। তবে এবারে তাঁর ইনস্টাগ্রামে করা একটি পোস্টে ব্যপক সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের ট্রোলের শিকার হতে হয় পায়েলকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন পায়েল। ওই ছবিতে অভিনেত্রীকে দেখা যায় একটি সিকুইন্সের হাই থাই স্লিট গাউন পরে, চুল খোলা অবস্থায় একটি পুলের ধারে বসে থাকতে। ছবিটিতে যে উষ্ণতার ছোঁয়া রয়েছে তা কোনও ভাবেই অস্বীকার করা যায় না।
পায়েলের এই পোস্টে একাধিক কুরুচিকর কমেন্ট চোখে পরে। ‘দিলীপদা রাগ করবে’, ‘দিলীপদা রগড়ে দেবে’, ‘আসুন আমার বিছানায়’, ‘পরবর্তী নির্বাচন জিততে গেলে আরও খোলমেট হতে হবে’ –এর মতো একাধিক নোংরা কমেন্টে ভরে যায় ছবিটি। তবে এর পাশাপাশি পায়েলের এই লুকের প্রশংসাও করেছেন অনেকে। একাধিক লভ এবং ফায়ার ইমোজিও লক্ষ্য করা যায় কমেন্টে।