পরম-পিয়ার ছেলের নাম প্রকাশ্যে, চতুর্থীর দিনেই একরত্তির মুখ দেখালেন তারকা দম্পতি

পরম-পিয়ার ছেলের নাম প্রকাশ্যে, চতুর্থীর দিনেই একরত্তির মুখ দেখালেন তারকা দম্পতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – অবশেষে চতুর্থীর দিন সামনে এল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর একরত্তি ছেলের মুখ। চলতি বছরের ১ জুন মা হয়েছিলেন পিয়া আর বাবা হন পরমব্রত। এতদিন সন্তানের মুখ আড়ালে রাখলেও দেবীপক্ষের শুরুতেই ছেলের নাম ও মুখ উন্মোচন করলেন তারকা দম্পতি।

পিয়া সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেন। নীল পোশাকে সেজে একরত্তি নিষাদকে (Nishad) দেখা যায় ক্যামেরার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে। অন্য ছবিতেও কৌতূহলী চোখে ক্যামেরায় পোজ দিয়েছে সে। ক্যাপশনে পিয়া লেখেন, “নিষাদের সঙ্গে পরিচয় করুন।” নামের অর্থও জানান তিনি— ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে সপ্তম সুর এবং “যাকে দুঃখ ছুঁতে পারে না”।

শুধু ভাল নাম নয়, ডাকনামও প্রকাশ্যে এসেছে। ছেলেকে স্নেহভরে ‘নডি’ বলে ডাকেন তাঁরা। পিয়া জানিয়েছেন, ছোট্ট ছেলের মাথা একটু বড় হওয়াতেই এই নামকরণ।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে সন্তানের আগমনের ঘোষণা করেছিলেন পরম-পিয়া। জুনে তাঁদের জীবনে আসে নতুন অতিথি। তারপর থেকে মাঝে মধ্যেই ছেলের পায়ের ছবি, দুধ খাওয়ার মুহূর্ত বা ছোট ছোট ঝলক শেয়ার করেছেন তাঁরা, কিন্তু মুখ প্রকাশ করেননি কখনও।

চতুর্থীর দিনই প্রথমবার একরত্তির মুখ ও নাম একসঙ্গে সামনে আসায় ভক্ত-অনুরাগীদের মধ্যে আনন্দের জোয়ার। পুজোর আগেই এই খুশির খবর পরিবারের মতোই ভাগ করে নিলেন পরম-পিয়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top