রাজ্যের একের পর এক নির্বাচনে বিজেপির পরাজয়ের কারণ হিসেবে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অনুপম হাজরা। রবিবার রাতে ফেসবুক লাইভে এসে বিজেপি নেতা অনুপম হাজরা বাংলায় একের পর এক নির্বাচনে বিজেপির পরাজয়ের কারণ হিসেবে রাজ্য নেতৃত্বকে দোষারোপ করেন। অনুপম হাজরা বলেন, “আমাদের মতো পুরনো কর্মীরা শুধু মার খাওয়া আর জেলে যাওয়ার জন্য।”এছাড়াও,দলের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, “বিজেপিকে আমি তিনটে পর্যায়ে ভাগ করেছি।
একটা ২০১৯ সালের আগে, সেটা ছিল বিজেপির কঠিন সময়। তখন কেউ ভাবতেই পারত না বিজেপিতে যোগ দেওয়ার কথা। সেই সময় আমাদের মতো কয়েকজন এসেছিল। ২০১৯ এর লোকসভায় ১৮ টি আসন জেতার পর এল বিজেপির সুসময়। সেই সময় প্রচুর সুবিধাবাদী মানুষ এসেছেন। তাঁদের জামাই আদর করা হয়েছে। চার্টার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। ২০২১-এর পর তাঁদের গলায় উল্টো সুর!
আর ও পড়ুন তোলা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতী হামলা
”প্রসঙ্গত,এদিন অনুপম আরো বলেন, “আমার মতো কয়েকজন আছি, যারা দলের খারাপ সময়ে ছিলাম। কিন্তু আচমকা কিছু লোক এসে ক্ষীর খেয়ে চলে গেল। বিধানসভা নির্বাচনের সময় আমরা ছিলাম দর্শক।” অর্থাৎ, তাঁর বক্তব্য হল, দলে নতুনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, পুরনো কর্মীদের কাজেই লাগানো হয়নি। এরপর লাগাতার পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন “দলকে মতামত জানিয়েছিলাম। শোনা হয়নি। রাজ্য বিজেপিতে কথা বলার জায়গাই নেই। তবে পুরনো একনিষ্ঠ কর্মীরা কেন চলে যাচ্ছে, তা দলের দেখা উচিত।”
তবে,শেষ পর্যন্ত তিনি এও জানিয়েছেন যে, রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ বিক্ষোভ থাকলেও তিনি বিজেপির হয়েই কাজ করে যাবেন। অন্যদিকে,এদিন অনুপমের মন্তব্যে প্রতিক্রিয়া দেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। রীতিমতো সমর্থন জানিয়ে তিনি বলেন, “ঠিকই বলেছেন। উনি কেন্দ্রীয় নেতা, এখানকার নেতাদের পরামর্শ দেওয়া ওনার কাজ। এখানে কী হচ্ছে, সেটাও জানানো উচিৎ কেন্দ্রে। উনি পরামর্শ দিতে পারেন যাতে ঠিকঠাক সিদ্ধান্ত হয়।”