পুরভোটের প্রচার করা হোক নেটমাধ্যমে, পরামর্শ দিলো নির্বাচন কমিশন । রাজ্যে ভয়ঙ্করভাবে বেড়ে চলা করোনা সংক্রমণের মধ্যে পুরভোটের প্রচার হোক নেটমাধ্যমে। এমনটাই পরামর্শ নির্বাচন কমিশনের। শনিবার রাজনৈতিক দলগুলির কাছে আবেদন করে এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, রাজ্যের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে জমায়েত সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত। সভা-সমিতি, মিটিং-মিছিল, রোড-শো সম্পূর্ণভাবে বন্ধ করে নেটমাধ্যমে প্রচার করা হোক। পাশাপাশি, কোভিড বিধি মেনে চলার জন্য রাজনৈতিক দলগুলিকে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীদের অতি অবশ্যই করোনা বিধি মেনে চলতে হবে। অন্যথায়, বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনকী, যদি আগামী দিনের জন্য কোনও মিটিং-মিছিলের অনুমতি দেওয়া হয়ে থাকে তা বাতিল করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজ্যে চার পুরনিগমের ভোটের মামলা হাইকোর্টে বিচারাধীন। করোনার বাড়বাড়ন্তের মধ্যে ২২ জানুয়ারিতে ভোট আদৌ সম্ভব? এনিয়ে আদালত কী রায় দেয় সেদিকে নজর রয়েছে সকলের।
আর ও পড়ুন বন্ধ হয়ে যেতে চলেছে নরকের দরজা
উল্লেখ্য, রাজ্যে ভয়ঙ্করভাবে বেড়ে চলা করোনা সংক্রমণের মধ্যে পুরভোটের প্রচার হোক নেটমাধ্যমে। এমনটাই পরামর্শ নির্বাচন কমিশনের। শনিবার রাজনৈতিক দলগুলির কাছে আবেদন করে এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, রাজ্যের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে জমায়েত সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত। সভা-সমিতি, মিটিং-মিছিল, রোড-শো সম্পূর্ণভাবে বন্ধ করে নেটমাধ্যমে প্রচার করা হোক। পাশাপাশি, কোভিড বিধি মেনে চলার জন্য রাজনৈতিক দলগুলিকে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীদের অতি অবশ্যই করোনা বিধি মেনে চলতে হবে। অন্যথায়, বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনকী, যদি আগামী দিনের জন্য কোনও মিটিং-মিছিলের অনুমতি দেওয়া হয়ে থাকে তা বাতিল করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজ্যে চার পুরনিগমের ভোটের মামলা হাইকোর্টে বিচারাধীন। করোনার বাড়বাড়ন্তের মধ্যে ২২ জানুয়ারিতে ভোট আদৌ সম্ভব? এনিয়ে আদালত কী রায় দেয় সেদিকে নজর রয়েছে সকলের।