পরিকাঠামো থাকা সত্ত্বেও স্কুলের ছাত্র সংখ্যা মাত্র তিনজন, খড়ার সাঁতরা পাড়া প্রাথমিক বিদ্যালয়ের বাস্তব ছবি এইরকমই। পরিকাঠামো থাকা সত্ত্বেও স্কুলের ছাত্র সংখ্যা মাত্র তিনজন। খাতায় কলমে অন্য কথা বললেও স্থানীয়দের দাবি ছাত্র-ছাত্রী সংখ্যা দিনের পর দিন কমছে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌর এলাকায়, খড়ার সাঁতরা পাড়া প্রাথমিক বিদ্যালয়ের বাস্তব ছবি এইরকমই।
১৯৭২ সালে স্থাপিত হয় এই প্রাথমিক বিদ্যালয়। প্রথমদিকে স্কুলের ছাত্র সংখ্যা পর্যাপ্ত থাকলেও কয়েক বছর ধরে স্কুলের ছাত্র সংখ্যা তলানিতে ঠেকেছে। ৩ জন পড়ুয়া ও ২ জন শিক্ষক নিয়ে চলছে স্কুলের পঠন-পাঠন । সাথে রয়েছে মিড ডে মিলের খাবার ব্যবস্থা। স্থানীয় মানুষের অভিযোগ প্রধান শিক্ষিকার দুরব্যবহারের জেরে স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা কমছে। ওই স্কুলে এই অবস্থার বিষয়ে খবর সংগ্রহ করতে গেলে, স্কুলের প্রধান শিক্ষিকার স্বামী তপচয় মন্ডল। সাংবাদিকদের রীতিমতো গাইড করতে শুরু করেন, কি খবর করতে হবে, কোথায় কিভাবে কি ছবি তুলতে হবে।
আরও পড়ুন – পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, হুঁশিয়ারি দেবদাস মন্ডলের
প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসা করা হলে উনি কারো নাম না করে বলেন যে এই স্কুলে উনি আশা থেকেই সমস্যা হচ্ছে। স্কুলের ছাত্রদের অন্যত্রে নিয়ে চলে যাচ্ছে কোন এক ব্যাক্তি। অবর বিদ্যালয়ে পরিদর্শক তথা এসআই বহ্নিশিখা দের সাথে যোগাযোগ করি উনি প্রতিক্রিয়া দেয়নি। স্কুলের ছাত্র সংখ্যা নিয়ে পরিচালন কমিটির সভাপতি পূর্বা ভূঁইয়া রাত অসুস্থতার কথা জানিয়ে বলেন, তিনি অসুস্থ তাই এই নিয়ে কিছু বলতে পারবেন না।