হাওড়া – হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় পরিকাঠামোগত উন্নয়ন কাজের জন্য শনিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। এই ব্লকের জেরে আপ ও ডাউন মিলিয়ে মোট ২০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, যা নিয়ে যাত্রীদের মধ্যে কিছুটা ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, তারকেশ্বর স্টেশনে নতুন ফুটওভার ব্রিজ স্থাপনের কাজ চলবে। সেই কারণেই শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে এবং রবিবার ও সোমবার মধ্যবর্তী রাতে টানা ৪ ঘণ্টা ৩০ মিনিট করে পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে। পাশাপাশি আরামবাগ ও মায়াপুর স্টেশনের মাঝখানে সাবওয়ে নির্মাণের কাজের জন্য শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে ৮ ঘণ্টা ১৫ মিনিট ট্র্যাফিক ও পাওয়ার ব্লক কার্যকর থাকবে।
এই কাজের প্রভাব পড়েছে তারকেশ্বর শাখার লোকাল পরিষেবায়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে ৩টি আপ ও ডাউন লোকাল, রবিবার মোট ১২টি এবং সোমবার ৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের আগাম সতর্ক করতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি তারকেশ্বর স্টেশনে টাঙানো হয়েছে।
রবিবার যে সব ট্রেন বাতিল থাকছে, তার মধ্যে রয়েছে হাওড়া–গোঘাট, গোঘাট–হাওড়া, তারকেশ্বর–গোঘাট, তারকেশ্বর–আরামবাগ, গোঘাট–তারকেশ্বর, হাওড়া–তারকেশ্বর, আরামবাগ–তারকেশ্বর, তারকেশ্বর–হাওড়া এবং তারকেশ্বর–শেওড়াফুলি ও শেওড়াফুলি–তারকেশ্বর রুটের একাধিক লোকাল। ফলে রবিবার দিনভর এই শাখায় যাতায়াতকারী নিত্যযাত্রীদের বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হচ্ছে।
সোমবারও পরিস্থিতি স্বাভাবিক হবে না। ওই দিন তারকেশ্বর–হাওড়া, তারকেশ্বর–শেওড়াফুলি, শেওড়াফুলি–তারকেশ্বর, তারকেশ্বর–গোঘাট এবং গোঘাট–তারকেশ্বর রুটের মোট ৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
রেল প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা ও ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই পরিকাঠামোগত কাজ করা হচ্ছে। তবে সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের সহযোগিতা ও বিকল্প ট্রেন বা যাতায়াত ব্যবস্থা ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।




















