পরিজনের শেষকৃত্যে যোগ দিতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন বেলেঘাটার পাঁচ যুবক। দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে গঙ্গায় তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সোমবার রাতে নিমতলা নতুন শ্মশানঘাটে বেলেঘাটার বরফকল এলাকার এক বাসিন্দার দেহ সৎকার করতে আসেন পরিবার ও এলাকার লোকজন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দলে থাকা পাঁচজন গঙ্গায় নেমে পড়েন। তখন গঙ্গার জলস্তর বাড়তে থাকে। তাই ওই পাঁচজনকে গঙ্গা থেকে উঠে আসতে বলে পুলিশ। যদিও তাতে কর্ণপাত করেননি ওই যুবকরা। এরপর বান আসে। তাতেই তলিয়ে যান পাঁচজন। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। দু’জনকে তৎক্ষণাৎ উদ্ধার করেন স্থানীয়রা। তবে তিনজন এখনও নিখোঁজ। জানা গেছে নিখোঁজদের মধ্যে আছেন দীপক যাদব, ভিকি সিং এবং সন্তোষ সোনকার। নিখোঁজদের খোঁজে গঙ্গায় ডুবুরি নামিয়ে চলছে জোর তল্লাশি।
আরও পড়ুন – দেওয়াল কেটে ব্যাঙ্কে চুরি, এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উঠছে একাধিক প্রশ্ন
উল্লেখ্য, পরিজনের শেষকৃত্যে যোগ দিতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন বেলেঘাটার পাঁচ যুবক। দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে গঙ্গায় তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সোমবার রাতে নিমতলা নতুন শ্মশানঘাটে বেলেঘাটার বরফকল এলাকার এক বাসিন্দার দেহ সৎকার করতে আসেন পরিবার ও এলাকার লোকজন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দলে থাকা পাঁচজন গঙ্গায় নেমে পড়েন। তখন গঙ্গার জলস্তর বাড়তে থাকে। তাই ওই পাঁচজনকে গঙ্গা থেকে উঠে আসতে বলে পুলিশ। যদিও তাতে কর্ণপাত করেননি ওই যুবকরা। এরপর বান আসে। তাতেই তলিয়ে যান পাঁচজন। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। দু’জনকে তৎক্ষণাৎ উদ্ধার করেন স্থানীয়রা। তবে তিনজন এখনও নিখোঁজ। জানা গেছে নিখোঁজদের মধ্যে আছেন দীপক যাদব, ভিকি সিং এবং সন্তোষ সোনকার। নিখোঁজদের খোঁজে গঙ্গায় ডুবুরি নামিয়ে চলছে জোর তল্লাশি।