
প্রায় ছয় মাস আগে ছুটি কাটিয়ে আফগানিস্তান ( Afghanistan ) গিয়েছিলেন পরিবারের একমাত্র ছেলে। বর্তমানে ওই দেশের উত্তপ্ত পরিস্থিতিতে ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় উৎকণ্ঠায় প্রহর গুনছেন নদীয়ার তাহেরপুরের দাস পরিবার। প্রায় বছর পাঁচেক ধরে আফগানিস্তানে ( Afghanistan ) থাকা আমেরিকান দূতাবাসে রান্নার কাজ করছেন তাহেরপুর পৌরসভার জে ব্লকের বাসিন্দা কৃষ্ণ দাস।
আফগান তালিবানদের দখলে যেতেই, দেশে ফেরার জন্য যাবতীয় চেষ্টা শুরু করেছেন কৃষ্ণ। কিন্তু দু’দুবার ফ্লাইট বাতিল হওয়ায় বর্তমানে ওই দেশে তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন। মাঝেমধ্যে তার সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করছেন স্ত্রী মৌমিতা দাস।
আর ও পড়ুন সোমেন (Somen) পত্নী শিখা মিত্রকে ফোন মমতার! চড়ছে শিখার (Sikha) তৃণমূল যোগের জল্পনা
কীভাবে স্বামী বাড়ি ফিরবেন, তা বুঝে উঠতে পারছেন না তিনি। জানা গিয়েছে, কৃষ্ণর পাশাপাশি তাহেরপুরের এইচ ব্লকের আরেক যুবক অশোক ঘোষও ওই দেশে আটকে রয়েছেন। পাশাপাশি নদিয়ার রাণাঘাটের বেগোপারার বাসিন্দা। সুপ্রিয় মিত্র ও শানু গনসারভেস।
দুজনেই আফগানিস্থানে (Afghanistan) ইউ.এস এম্বাসিতে রান্নার কাজে শেফ হিসাবে নিযুক্ত হয়েছিল। সুপ্রিয় মিত্র ২০১৯ সালে ৬ জানুয়ারী ও শানু গনসারভেস ২০২০ সালের ডিসেম্বর মাসে কাবুল এয়্যারবেসে ইউ.এস এ্যাম্বাসির রান্নার শেফ হিসাবে কাজে যোগ দিয়েছিল। শান্ত কাবুলকে চোখের সামনে ধীরে ধীরে ওরা দেখেছে অশান্ত হতে।
তালিবানরা ধীরে ধীরে আফগানিস্থান দখল করেছিল সেই খবর প্রতিনিয়ত পাচ্ছিল ওরা। আতঙ্ক গ্রাস করছিল প্রতিদিন। সুপ্রিয় ২৮ জুলাই ও শানুনু ৪ আগস্ট উৎকণ্ঠা আর দুঃখ নিয়ে ভারতে ফিরেছে। টিভি আর সামাজিক মাধ্যমে নিজের কর্মস্থলের ছবি দেখে ওরা আতকে উঠছে।
আর ও পড়ুন পড়ে গিয়ে হাতে-পায়ে ব্যথা পান বাংলাদেশের (Bangladesh) চিত্রনায়িকা পরী মণি (Porimoni)
উল্লেখ্য, আফগান তালিবানদের দখলে যেতেই, দেশে ফেরার জন্য যাবতীয় চেষ্টা শুরু করেছেন কৃষ্ণ। কিন্তু দু’দুবার ফ্লাইট বাতিল হওয়ায় বর্তমানে ওই দেশে তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন। মাঝেমধ্যে তার সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করছেন স্ত্রী মৌমিতা দাস।
প্রায় ছয় মাস আগে ছুটি কাটিয়ে আফগানিস্তান (Afghanistan) গিয়েছিলেন পরিবারের একমাত্র ছেলে। বর্তমানে ওই দেশের উত্তপ্ত পরিস্থিতিতে ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় উৎকণ্ঠায় প্রহর গুনছেন নদীয়ার তাহেরপুরের দাস পরিবার। প্রায় বছর পাঁচেক ধরে আফগানিস্তানে (Afghanistan) থাকা আমেরিকান দূতাবাসে রান্নার কাজ করছেন তাহেরপুর পৌরসভার জে ব্লকের বাসিন্দা কৃষ্ণ দাস।