পরিবারের ৩ সদস্যকে হারিয়ে শোকবিহুল গোটা তিলনা মোহলপাড়া গ্রাম, পাশে দাঁড়ালেন বিধায়ক। একই পরিবারের ৩ সদস্যের তড়িদাহত হয়ে মৃত্যুর ঘটনায় শোকবিহুল গোটা তিলনা মোহলবাড়ি গ্রাম। সোমাবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পতিরাজপুর অঞ্চলের তিনলা এলাকার মোহলবাড়ি গ্রামের ঘটনাস্থলে গিয়ে দেখা গেল স্বজনহারা পরিবারের সদস্যদের হাহাকার।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় নিজের ছেলে ও ভাইপোর জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন নিজের বাড়িতেই তড়িদাহত হয়ে মারা যায় বাবা বাবলু মুর্মু সহ ঠাকুমা হপানমাই সরেন ও দাদু কবিরাজ মার্ডি। আহতদের রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষনা করে। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে বর্তমানে ভর্তি মৃত বাবলু মুর্মুর ভাই গোপাল মুর্মু।
ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গ থেকে সোমবার দুপুরে প্যাকবন্দি তিনটি নিথর দেহ মোহলবাড়ি গ্রামে এসে পৌচ্ছাতেই ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন সহ ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যোগেন্দ্র নাথ রায়, ব্লক তৃণমূলের সহ সভাপতি কার্তিক চন্দ্র দাস সহ ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ঘটনার শোকপ্রকাশ করে মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে আসেন। পাশাপাশি পরিজন হারা পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আস্বাস দেন। একই পরিবারের তিন জনের অকাল মৃত্যুতে দিশেহারা ওই আসহায় আদিবাসী পরিবার।
আরও পড়ুন- গঙ্গা ভাঙন নিয়ে সিপিআইএম এবং কংগ্রেসের বিরুদ্ধে অরাজকতার অভিযোগ তুলে প্রতিবাদ সভা তৃণমূলের
উল্লেখ্য, একই পরিবারের ৩ সদস্যের তড়িদাহত হয়ে মৃত্যুর ঘটনায় শোকবিহুল গোটা তিলনা মোহলবাড়ি গ্রাম। সোমাবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পতিরাজপুর অঞ্চলের তিনলা এলাকার মোহলবাড়ি গ্রামের ঘটনাস্থলে গিয়ে দেখা গেল স্বজনহারা পরিবারের সদস্যদের হাহাকার। উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় নিজের ছেলে ও ভাইপোর জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন নিজের বাড়িতেই তড়িদাহত হয়ে মারা যায় বাবা বাবলু মুর্মু সহ ঠাকুমা হপানমাই সরেন ও দাদু কবিরাজ মার্ডি। আহতদের রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষনা করে।