পরিবেশে দূষণ মুক্ত! সচেতন বার্তায় বিশেষ থিমে পুজো ফরাক্কায়। আর হাতে গনা কয়েকদিন তার পরেই বাংলার শেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্যান্ডেল খাটানো থেকে শুরু করে বিভিন্ন থিম সহ সাজসজ্জার শেষ মুহূর্তের তুঙ্গে। ফারাক্কা ব্যারেজ সার্বজনীন দুর্গোৎসব কমিটি (রিক্রিয়েশন) । এবার ৬০ বছরে পদার্পণ করলো ।
প্রতি বছর কিছু না কিছু চমক দিয়ে থাকেন। এবারে এই পুজোর বিশেষ থিম হলো , পরিবেশ দূষণ মুক্ত।
এখানে পরিবেশ দূষিত হবে না, এছাড়াও কোন প্রকার থার্মোকলের কাজ হবে না । ফরাক্কার সবচেয়ে পুরনো ডেকোরেটার নন্দী ডেকোরেটরের অধিকর্তা সুশান্ত নন্দী জানালেন , পরিবেশ যাতে দূষিত না হয় সেজন্য , পুরোটাই বাঁশ কাঠ খড় মাটি দিয়ে প্যান্ডেলের কাজ সম্পন্ন এবং সজ্জা হচ্ছে।পরিবেশ দূষণমুক্ত পূজো এবারের ফরাক্কা ব্যারেজের সার্বজনীন দুর্গোৎসব। পূজা কমিটি আরো জানান আমরা চাই কেউ জানো থার্মোকল বা প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যাবহার না করে সেই দিকেই সচেতন করতেই এই আমাদের উদ্যোগ। জনসমাজে পরিবেশকে বাঁচাতে এই উদ্যোগ সরকারের ও থারমকলের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই দিককেই আমরা নজর রেখেছি।
আরও পড়ুন – গভীর রাতে পেট্রোল পাম্পের দুঃসাহসিক ডাকাতি, চাঞ্চল্য এলাকায়
উল্লেখ্য, আর হাতে গনা কয়েকদিন তার পরেই বাংলার শেষ্ঠ উৎসব দুর্গাপুজো।প্যান্ডেল খাটানো থেকে শুরু করে বিভিন্ন থিম সহ সাজসজ্জার শেষ মুহূর্তের তুঙ্গে। ফারাক্কা ব্যারেজ সার্বজনীন দুর্গোৎসব কমিটি (রিক্রিয়েশন) । এবার ৬০ বছরে পদার্পণ করলো । প্রতি বছর কিছু না কিছু চমক দিয়ে থাকেন। এবারে এই পুজোর বিশেষ থিম হলো , পরিবেশ দূষণ মুক্ত।
এখানে পরিবেশ দূষিত হবে না, এছাড়াও কোন প্রকার থার্মোকলের কাজ হবে না । ফরাক্কার সবচেয়ে পুরনো ডেকোরেটার নন্দী ডেকোরেটরের অধিকর্তা সুশান্ত নন্দী জানালেন , পরিবেশ যাতে দূষিত না হয় সেজন্য , পুরোটাই বাঁশ কাঠ খড় মাটি দিয়ে প্যান্ডেলের কাজ সম্পন্ন এবং সজ্জা হচ্ছে।পরিবেশ দূষণমুক্ত পূজো এবারের ফরাক্কা ব্যারেজের সার্বজনীন দুর্গোৎসব। পূজা কমিটি আরো জানান আমরা চাই কেউ জানো থার্মোকল বা প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যাবহার না করে সেই দিকেই সচেতন করতেই । পরিবেশে দূষণ