পরিবেশ দিবস নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

পরিবেশ দিবস নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ৫ জুন ২০২১ :
২০৩০ সালে দেশে ২০ শতাংশ ইথানল ও পেট্রলের সংমিশ্রণের ব্যবহার হবে। তবে তার আগেই ২০২৫ সালে ২০ শতাংশ ইথানল ও পেট্রলের সংমিশ্রণের প্রয়োগ শুরু হয়ে যাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পেট্রলের সঙ্গে ইথানলের এই সংমিশ্রণ দূষণ নিয়ন্ত্রণ করে। মূলত আখ ও বিভিন্ন খাদ্যতন্তু, ভাঙা চাল ও কৃষি বর্জ্য থেকে পাওয়া যায় ইথানল।৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রীর বক্তব্যে এমনটাই জানা গিয়েছে।

গত বছর সরকার সিদ্ধান্ত নিয়েছিল পেট্রলের সঙ্গে ১০ শতাংশ ইথানল মিশিয়ে ২০২২ সালের মধ্যেই প্রয়োগ শুরু হবে। ২০৩০ সালের মধ্যে লক্ষ্য হবে পেট্রলে ২০ শতাংশ ইথানল।তবে তার আগেই লক্ষ্য পূরণ হবে বলে আশাবাদী মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন সূচকে প্রথম দশের মধ্যে নাম রয়েছে ভারতের। গত বছর থেকে তেল কোম্পানিগুলিও ইথানলকে গুরুত্ব সহকারে দেখছে। এই আশার কথা শুনিয়ে প্রধানমন্ত্রীর দাবি, ভারত যে পথ বেছে নিয়েছে তাতে অর্থনীতি ও বাস্তুতন্ত্র একসঙ্গে এগোতে পারে। বিশ্ব পরিবেশ দিবসে এমনটাই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top