পরিবেশ দূষণ রুখতে পথে নামল উলুবেড়িয়া পুরসভা। “আপনার ব্যাগই আপনার পরিচয়”-পরিবেশ দূষণ রুখতে যথেচ্ছ প্লাস্টিক ব্যাবহার বন্ধে উলুবেড়িয়া পুরসভা এলাকার নাগরিকদের সচেতন করতে এবার পথ নামল উলুবেড়িয়া পুরসভা। মঙ্গলবার পুরসভার সাফাই বিভাগের কর্মীরা রাস্তায় নেমে নাগরিকদের সচেতন করার পাশাপাশি মাইকিং করে ও সচেতন করা হয়। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর আগামী ১লা জুলাই থেকে প্লাস্টিক বর্জনে অভিযানে নামবে পুরসভা কর্তৃপক্ষ।
আরও পড়ুন – ফের ঝাড়গ্রামে মাথা চাড়া দিল ম্যালেরিয়া আতঙ্ক
বর্তমানে পরিবেশ দূষনের অন্যতম কারণ যথেচ্ছ প্লাস্টিকের ব্যাবহার। পরিবেশবিদদের মতে যে পরিমাণ প্লাস্টিক ব্যাবহার হয় তার মধ্যে মাত্র ১০ শতাংশ পুনঃপক্রিয়া হয়। বাকিটা পরিবেশে থেকে দূষণের মাত্রা আরও বাড়িয়ে দেয়। আর এবার প্লাস্টিক ব্যাবহার নিয়ন্ত্রণ করতে আগামী ১ লা জুলাই থেকে একবার ব্যাবহারযোগ্য প্লাস্টিক বা তা দিয়ে তৈরি সামগ্রী নিষিদ্ধ করল কেন্দ্র। আর এই আইনকে কার্যকরী করতে পথে নামল উলুবেড়িয়া পুরসভা।
উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর গত ৩০ সেপ্টেম্বর থেকে পুরসভা এলাকায় ৭৫ মাইক্রোনের কম এবং কোম্পানির ছাপ বিহীন প্লাস্টিক ব্যাগের ব্যাবহার বন্ধের অভিমান শুরু হয়েছে। আর আগামী ১ লা জুলাই থেকে এইসব জিনিস সম্পূর্নরূপে নিষিদ্ধ করার পাশাপাশি থামকলের সামগ্রীও নিষিদ্ধ করা হয়েছে। এই ব্যাপারে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস-চেয়ারম্যান ইনামুর রহমান জানান এই ব্যাপারে নাগরিকদের সচেতন করার কাজ চলছে। আগামী ১ লা জুলাই থেকে সরকারি নির্দেশ উপেক্ষা করে কেউ এইসব জিনিস ব্যবহার করলে তাদের ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।