পরিবেশ বাঁচাতে এগিয়ে এলেন থানার পুলিশ কর্মীরা

পরিবেশ বাঁচাতে এগিয়ে এলেন থানার পুলিশ কর্মীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নরেন্দ্রপুর , ৫ই জুন :নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তীর তত্ত্বাবোধনে থানার সামনে লাগানো হল গাছের টব ৷ তার নেতৄত্বে অন্যান্য কর্মীরাও এদিন এই কাজে হাত লাগান ৷ ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল কেটে তা দেওয়ালে ঝুলিয়ে তারমধ্যে লাগানো হল গাছের চারা ৷ সোনারপুর থানাকে ভেঙে গতবছরেই তৈরি করা হয়েছিল এই থানা ৷ থানার সৌন্দর্য্যায়নও সবুজ রক্ষার তাগিদেই এই উদ্যোগ ৷ থানার পুলিশ কর্মীরায় সময় সুযোগ মত এইসব গাছের পরিচর্যা করেন ৷ থানায় যাতায়াতের পথে এইভাবে সবুজের ছোঁয়া পেয়ে খুশি থানায় বিভিন্ন কাজে আসা এলাকার বাসিন্দারা ৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top