২৪ নভেম্বর, বাড়ছে দূষণ, আর এই দূষনে নাজেহাল মানুষ। ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি পরিবেশ সুরক্ষিত রাখার প্রধান উপায় গাছ লাগানো, কিন্তু বোকা মানুষ তা কাটতে ব্যস্ত। একদিকে দীল্লির মানুষ দুষনের জেরে ঘরে বন্দি হয়ে পড়েছে অপরদিকে তুরস্ক দেশে পরিবেশ সুরক্ষায় লাগাল ১ কোটি ৩০ লাখ গাছ। সরকারি ছুটি ঘোষনা করে এরম অসাধারণ কাজ করা হল তুরস্কে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান থেকে শুরু করে সরকারের মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ দেশ জুড়ে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এদিন।
চলতি সপ্তাহের ১১ নভেম্বর তুরস্কে বৃক্ষরোপণ কমর্সূচি পালিত হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম থেকে জানা যায় এদিন পরিবেশ সুরক্ষায় এক কোটি ত্রিশ লাখ গাছ লাগানো হয়। জানা গিয়েছে, মূলত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পোস্টের জেরে প্রথম এ কর্মসূচি পালিত হয়। পোস্টে এনিস সাহিন নামের এক তুর্কি নাগরিক বলেন, “ঈদুল ফিতর ও ঈদুল আজহায় এর মতো বৃক্ষরোপণের জন্য একটি সরকারি ছুটি হলে কেমন হয়? পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি সবুজ পৃথিবী রেখে যেতে চাই”। পোস্টটি ভাইরাল হওয়ার পরই তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের নজরে আসে সেটি। এবং তিনি প্রস্তাবটি থেকে অনুপ্রানিত হয়ে সরকারি ছুটি ঘোষনা করেন। এবারের কর্মসূচির অংশ হিসেবে দেশ জুড়ে ১ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৭০৮টি গাছের চারা বিতরণ করা হয় এবং প্রতি বছর ১১ নভেম্বর বৃক্ষরোপণের জন্য ছুটি দেওয়া হয়। এক অনুষ্ঠানে এরদোগান বলেন, গত ১৭ বছরে তুরস্ক ৪৫০ কোটি চারাগাছ লাগিয়েছে।