নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম বর্ধমান::-▪ আবারো চাল, ডাল কম দেওয়া কে কেন্দ্র করে বিক্ষোভ অঙ্গনয়ারী কেন্দ্রে ।সূত্রের খবর লাউদোহার বনগ্রাম অঙ্গনয়ারী কেন্দ্রে চাল,ডাল ওজনে কম দেওয়ার অভিযোগে বেশ কিছুক্ষণ অভিভাবকরা অঙ্গনয়ারী কেন্দ্রের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান।অভিভাবকরা জানান দীর্ঘদিন ধরে ২থেকে ৩০০গ্রাম করে খাদ্যসামগ্রী কম দেওয়া হচ্ছিলো ।তারপর তারা অঙ্গনয়ারী কেন্দ্রের কর্মীদের সঠিক খাদ্য সামগ্রী দেওয়ার কথা জানান এবং অঙ্গনয়ারী কেন্দ্রের কর্মীরা জানান এই ওজনদাঁড়ি তাদের অফিস থেকে দেওয়া হয়েছে এবং তাতে পরিমাপ করেই সবটা দেওয়া হচ্ছে।অন্য দিকে অভিভাবকরা জানান যখন বাড়ীতে নিয়ে গিয়ে তারা ওজন করছেন তখন কেজিতে ২থেকে ৩০০গ্রাম করে কম পাচ্ছেন।সঠিক খাবার দেওয়ার জন্য বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় অভিভাবকরা এবং খাদ্য সামগ্রী নেওয়া বন্ধও করে দেন তারা।
পরিমানে কম খাদ্য সামগ্রী দেওয়ায় বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
পরিমানে কম খাদ্য সামগ্রী দেওয়ায় বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram