চন্দ্রকোনারোডে তৃণমূল ছাত্র পরিষদের ধিক্কার মিছিল

চন্দ্রকোনারোডে তৃণমূল ছাত্র পরিষদের ধিক্কার মিছিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কেন্দ্র

চন্দ্রকোনারোডে তৃণমূল ছাত্র পরিষদের ধিক্কার মিছিল । উত্তরপ্রদেশের বারাণসীতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কালো পতাকা দেখানো এবং আক্রমণের প্রতিবাদে বিজেপি উপর অভিযোগ তুলে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং গৌরব গুইন মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চন্দ্রকোনারোড এলাকায় ধিক্কার মিছিল করা হয়।

 

এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা, এইদিন এই ধিক্কার মিছিল গোটা চন্দ্রকোনা রোড এলাকা পরিক্রমা করে অবশেষে চন্দ্রকোনা রোড এর প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে পথ সভার মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি। জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা অঞ্জনা মাহাতো বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নেত্রী নন, তিনি দেশনেত্রী।

আর ও পড়ুন      নবদম্পতিকে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন

তাই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এর আমন্ত্রণে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনী প্রচারে বারানসী গিয়েছিলেন। সেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রীর গাড়ির উপর চড়াও হয় এবং তাকে কালো পতাকা দেখান। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন উত্তরপ্রদেশে যে গণতন্ত্র নেই এর থেকে প্রমাণিত হয় ।

 

তাই তিনি দলীয় কর্মীদের গণতান্ত্রিক পদ্ধতিতে ওই ঘটনার প্রতিবাদ জানানোর আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাদেশকে পথ দেখাবে ।তাই সারা দেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছে। সেই জন্য বিজেপি দেশ থেকে আগামী দিনে বিদায় নিবে। তাই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করেছে বলে তিনি অভিযোগ করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top