পরিস্থিতিকে সামাল দিতে পঞ্চায়েত নিয়ে পূর্বতন বাম সরকারের সিদ্ধান্তে বড় বদল নবান্নের

পরিস্থিতিকে সামাল দিতে পঞ্চায়েত নিয়ে পূর্বতন বাম সরকারের সিদ্ধান্তে বড় বদল নবান্নের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পরিস্থিতিকে সামাল দিতে পঞ্চায়েত নিয়ে পূর্বতন বাম সরকারের সিদ্ধান্তে বড় বদল নবান্নের। তৃণমূল সরকারের জমানায় বারবার অভিযোগ উঠতে শোনা যায় জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের প্রাসাদোপম বাড়ি। বড় চারচাকার গাড়ি ছাড়া তাদের চলে না। ছবি-সহ এই সমস্ত অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। সেই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। পঞ্চায়েতের ক্ষমতা কেন্দ্রীভূত করার সিদ্ধান্ত।

 

প্রতিবছরে জেলা পরিষদের মাধ্যমে কোটি কোটি টাকার কাজ হয়। যা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারে বারে। এখানেই শেষ নয় বিরোধী শূন্য হওয়ার পরে সেই টাকার ভাগ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। খবর কম রাখেন না মুখ্যমন্ত্রী। তিনি জেলা সফরে গিয়ে বারে বারে বার্তা দিয়েছেন। ভুল হলে শোধরানোর সময় দিতে অনুরোধ করেছেন।

 

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কাজের কাজ কিছুই হয়নি বলে মানছে তৃণমূল নেতৃত্বের একাংশ। উপরন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে তৃণমূলের ছোট-মাঝারি থেকে বড় নেতাদের প্রাসাদোপম বাড়ি ও গাড়ির কথা। ইতিমধ্যে জায়গায় জায়গায় গজিয়ে উঠেছে বীরভূমের বগটুই গ্রামের ভাদু শেখের মতো নেতারা। সামনেই পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটে সব দখলের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। তবে মানুষের সামনে স্বচ্ছ্ব ভাবমূর্তি তুলে ধরার দায়ও রয়ে যাচ্ছে। যার জেরে গ্রামীণ পরিকাঠামো খাতে খরচের যে ক্ষমতা জেলা পরিষদগুলির হাতে ছিল, তা পঞ্চায়েত দফতরের হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

আর ও পড়ুন     আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের মূল পাণ্ডা গ্রেফতার

উল্লেখ্য, তৃণমূল সরকারের জমানায় বারবার অভিযোগ উঠতে শোনা যায় জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের প্রাসাদোপম বাড়ি। বড় চারচাকার গাড়ি ছাড়া তাদের চলে না। ছবি-সহ এই সমস্ত অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। সেই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। পঞ্চায়েতের ক্ষমতা কেন্দ্রীভূত করার সিদ্ধান্ত। পরিস্থিতিকে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top