করোনা পরিস্থিতিতে জঙ্গল মহলের টুসু শিল্পীরা সংকটের মুখে। করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন বাজার হাট বন্ধ রয়েছে ।লকডাউন কর্মসূচি শুরু হয়েছে। সোমবার ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক দিনের সম্পুর্ন লক ডাউন করা হয় ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে।
করোনা পরিস্থিতির জন্য একাধিক বিধি নিষেধ জারি করা হয়েছে। যার ফলে জঙ্গলমহলের টুসু শিল্পীদের মন খারাপ। প্রায় তিন মাস ধরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের টুসু শিল্পীরা বাড়িতে টুসু তৈরি করেছিলেন ।সেই টুসু জঙ্গলমহলের বিভিন্ন হাটে গিয়ে মকর পরবের সময় তারা বিক্রি করতেন।
কিন্তু হাট, বাজার বন্ধ থাকায় ও করোনা বিধিনিষেধ জারি হওয়ায় তারা অথৈ জলে পড়েছেন। ধারদেনা করে টুসু তৈরি করেছিলেন। সেই টুসু বিক্রী না হলে তারা প্রচুর ক্ষতির মুখে পড়বেন। কিভাবে তারা ধার দেনা শোধ করবেন ও সংসার চালাবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন। ঝাড়গ্রাম তথা জঙ্গলমহল এলাকায় টুসু পরব দীর্ঘদিন ধরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়ে আসছে।
আর ও পড়ুন একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রেমিকযুগল
কিন্তু করোনা পরিস্থিতির জন্য টুসু পরবের আনন্দ এবার মাটি হতে বসেছে। সেই সঙ্গে টুসু বিক্রি না হলে কী ভাবে সংসার চালাবে তা নিয়ে চিন্তায় পড়েছেন জঙ্গলমহল এলাকার টুসু শিল্পীরা। তাই জঙ্গল মহলের টুসু শিল্পীরা একেবারে হতাশ হয়ে পড়েছেন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে জঙ্গল মহলের টুসু শিল্পীরা সংকটের মুখে। করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন বাজার হাট বন্ধ রয়েছে ।লকডাউন কর্মসূচি শুরু হয়েছে। সোমবার ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক দিনের সম্পুর্ন লক ডাউন করা হয় ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে।করোনা পরিস্থিতির জন্য একাধিক বিধি নিষেধ জারি করা হয়েছে। যার ফলে জঙ্গলমহলের টুসু শিল্পীদের মন খারাপ।
প্রায় তিন মাস ধরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের টুসু শিল্পীরা বাড়িতে টুসু তৈরি করেছিলেন ।সেই টুসু জঙ্গলমহলের বিভিন্ন হাটে গিয়ে মকর পরবের সময় তারা বিক্রি করতেন।কিন্তু হাট, বাজার বন্ধ থাকায় ও করোনা বিধিনিষেধ জারি হওয়ায় তারা অথৈ জলে পড়েছেন। ধারদেনা করে টুসু তৈরি করেছিলেন। সেই টুসু বিক্রী না হলে তারা প্রচুর ক্ষতির মুখে পড়বেন। কিভাবে তারা ধার দেনা শোধ করবেন ও সংসার চালাবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন। ঝাড়গ্রাম তথা জঙ্গলমহল এলাকায় টুসু পরব দীর্ঘদিন ধরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়ে আসছে।