নিজস্ব সংবাদদাতা,কলকাতা , ১৪ই এপ্রিল : পরিস্থিতি অনুযায়ী দল কৌশল গ্রহন করবে। কলকাতায় সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কেরলে কংগ্রেসের সঙ্গে সম্মুখ সমরে বামেরা। একাধিক নির্বাচনী জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে ঝাঁঝালো ভাষণ দিলেও কেন্দ্রে ধর্ম নিরপেক্ষ সরকার গড়তে কংগ্রেসকে সমর্থনে আপত্তি নেই তাদের। জানালেন সীতারাম ইয়েচুরি। প্রথম দফার নির্বাচনে বাংলা এবং ত্রিপুরায় কমিশনের ভূমিকায় মোটেও খুশি নন সর্বভারতীয় সিপিএমের এই শীর্ষ নেতা।
প্রথাম দদফার নির্বাচনে একাধিক ইভিএম কি করে অচল হয়ে পড়ে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সীতারাম ইয়েচুরি। তৃণমূল ও বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে সাম্প্রদায়িকতার উস্কানি দিচ্ছে বলেও ফের অভিযোগ তোলেন তিনি। এই দুই দলের বিরুদ্ধে আবারও আঁতাতের অভিযোগ তুলে সরব হন সিপিএমের এই কেন্দ্রীয় নেতা।