পোষ্য কুকুরকে হেলমেট পরিয়ে জনগণকে হেলমেট পড়ার বার্তা দেওয়ার অভিনব প্রয়াস ভাইরাল নেট দুনিয়ায়। শিলিগুড়ির ঘটনাটি সাধুবাদ কুড়িয়েছে অনেকের। দু চাকার যানবাহনে হেলমেট আবশ্যিক তার প্রচারে অভিনব পদ্বতি নিলেন মাটিগাড়া নিবাসী বিশ্বাস রাই, তার ধারণা এহনো প্রচারে মানুষ আরও বেশি গুরুত্ব দেবেন ।
মানুষের সাথে সাথে পোষ্য কুকুরকেও দুর্ঘটনার পরবর্তী ভয়াবহতা থেকে রুখতে কুকুরটিকে হেলমেট পরিয়ে স্কুটিতে বসিয়ে ঘুরে বেড়ালেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের তবে এখনও অনেকেই সচেতন হন নি । তাদের বার্তা দিতেই তার এই উদ্যোগ স্বীকার বিশ্বাসের।
বিশ্বাস পেশায় বেসরকারি হাসপাতালের কর্মী দুর্ঘটনার পর মানুষের অনেক বিপদ চোখের সামনে দেখতে পেয়েছেন তাই তিনি সাবধানতার বার্তাস্বরূপ এই অভিযান করলেন জানান তিনি। পোষ্য কুকুরের হেলমেটটি তিনি নিজে হাতে তৈরি করেছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। রবিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর সামনে দিয়ে কুকুরটিকে হেলমেট পরিয়ে এঞ্জেলকে নিয়ে যাচ্ছিলেন তিনি এরপর এই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।
বিশ্বাস রাই বলেন, প্রচার পাওয়ার জন্য তিনি এটা করেন নি শুধুমাত্র মানুষকে হেলমেট বিষয়ক সচেতন করার জন্য এই উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুন – সিআরপিএফের কোবরা ব্যাটালিয়ন এর উদ্যোগে জনসংযোগ কর্মসূচি
উল্লেখ্য, পোষ্য কুকুরকে হেলমেট পরিয়ে জনগণকে হেলমেট পড়ার বার্তা দেওয়ার অভিনব প্রয়াস ভাইরাল নেট দুনিয়ায়। শিলিগুড়ির ঘটনাটি সাধুবাদ কুড়িয়েছে অনেকের। দু চাকার যানবাহনে হেলমেট আবশ্যিক তার প্রচারে অভিনব পদ্বতি নিলেন মাটিগাড়া নিবাসী বিশ্বাস রাই, তার ধারণা এহনো প্রচারে মানুষ আরও বেশি গুরুত্ব দেবেন । মানুষের সাথে সাথে পোষ্য কুকুরকেও দুর্ঘটনার পরবর্তী ভয়াবহতা থেকে রুখতে কুকুরটিকে হেলমেট পরিয়ে স্কুটিতে বসিয়ে ঘুরে বেড়ালেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের তবে এখনও অনেকেই সচেতন হন নি । তাদের বার্তা দিতেই তার এই উদ্যোগ স্বীকার বিশ্বাসের।
বিশ্বাস পেশায় বেসরকারি হাসপাতালের কর্মী দুর্ঘটনার পর মানুষের অনেক বিপদ চোখের সামনে দেখতে পেয়েছেন তাই তিনি সাবধানতার বার্তাস্বরূপ এই অভিযান করলেন জানান তিনি। পোষ্য কুকুরের হেলমেটটি তিনি নিজে হাতে তৈরি করেছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। রবিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর সামনে দিয়ে কুকুরটিকে হেলমেট পরিয়ে এঞ্জেলকে নিয়ে যাচ্ছিলেন তিনি এরপর এই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। বিশ্বাস রাই বলেন, প্রচার পাওয়ার জন্য তিনি এটা করেন নি শুধুমাত্র মানুষকে হেলমেট বিষয়ক সচেতন করার জন্য এই উদ্যোগ নিয়েছেন।