সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতি কাটিয়ে দীর্ঘ দু’বছর পর পুনরায় অফলাইনে শুরু হয়েছে ছাত্রজীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা উচ্চমাধ্যমিক। ২রা এপ্রিল অর্থাৎ শনিবার থেকে শুরু হয়েছে পরীক্ষা। এবং শেষ হবে ২৭শে এপ্রিল। এই পরীক্ষা ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনই ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। মনযোগী হও, শান্ত থাকো, সাফল্য আসবেই।
এই বৃহৎ কার্যক্রম সুষ্ঠ পরিচালনা করার জন্য সকলকে সহোযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাই।’ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মোট পরীক্ষার্থী সংখ্যা প্রায় ৭ লক্ষ ৪৫ হাজার। পরীক্ষা শুরু হচ্ছে সকাল ১০ টা থেকে। এবং শেষ হবে বেলা ১ টা ১৫ মিনিটে। এরপরই দ্বিতীয় ধাপে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর পরীক্ষা। বেলা ২ টো থেকে বিকেল ৫ টা ১৫ পর্যন্ত চলবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা।
আর ও পড়ুন সল্টলেকের গেস্ট হাউসে নিয়ে এসে তরুণী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মোট পরীক্ষা কেন্দ্র ৯৯৮ টি। ৬০ টি বিষয় একাদশ শ্রেণির ও ৫৬ টি বিষয়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের চারটি আঞ্চলিক কার্যালয় সহ ৫৫টি বিতরণ কেন্দ্র থেকে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পরীক্ষা সংক্রান্ত জরুরী কাগজপত্র বিতরণ করা হয়েছে। সুষ্ঠুভাবে, শান্তভাবে যাতে প্রতিটা পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে সেদিকে নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি কাটিয়ে দীর্ঘ দু’বছর পর পুনরায় অফলাইনে শুরু হয়েছে ছাত্রজীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা উচ্চমাধ্যমিক। ২রা এপ্রিল অর্থাৎ শনিবার থেকে শুরু হয়েছে পরীক্ষা। এবং শেষ হবে ২৭শে এপ্রিল। এই পরীক্ষা ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনই ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। মনযোগী হও, শান্ত থাকো, সাফল্য আসবেই। এই বৃহৎ কার্যক্রম সুষ্ঠ পরিচালনা করার জন্য সকলকে সহোযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাই।’