পরীক্ষার আগেই প্রশ্নপত্র বাইরে ফাঁস,অভিযোগ কৃষ্ণনাথ কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে

পরীক্ষার আগেই প্রশ্নপত্র বাইরে ফাঁস,অভিযোগ কৃষ্ণনাথ কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পরীক্ষার আগেই প্রশ্নপত্র বাইরে ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠল বহরমপুর কৃষ্ণনাথ কলেজে এক অধ্যাপকের বিরুদ্ধে, প্রতিবাদে কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ছাত্র ছাত্রীদের l

গত ২৮শে সেপ্টেম্বর কলেজে শারির শিক্ষা বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। কিন্তু সোমবার কলেজের শারির শিক্ষা বিভাগের ছাত্র ছাত্রীরা বুঝতে পারেন কলেজের শারির শিক্ষা বিষয়ের শিক্ষক বুদ্ধদেব বসু কলেজের ছাত্র ও ছাত্রীদের প্রশ্ন পত্র ফাঁস করেছেন যাতে তার কাছে টিউশন পড়া ছাত্র ও ছাত্রীরা ভালো নং পাই বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে এদিন কলেজে গিয়ে বিষয়টি নিয়ে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে অধ্যক্ষ সুজাতা ব্যানার্জীকে বলতে গেলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ এমনই কি ছাত্র ছাত্রীদের কয়েক জনের আই কার্ড জমা রাখার নির্দেশ দেন বলে অভিযোগ। এই পর ছাত্র ছাত্রীরা কলেজের অধ্যক্ষ সুজাতা ব্যানার্জিকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। এই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ঘর থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। বিক্ষোভরত ছাত্র ছাত্রীদের অভিযোগ এই ঘটনায় কলেজের অধ্যক্ষ সুজাতা ব্যানার্জী ইন্ধন দিচ্ছেন শারির শিক্ষার শিক্ষক বুদ্ধদেব বসুকে। ঘটনার পূণাঙ্গ তদন্তের দাবি তুলছেন ছাত্র ছাত্রীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজ চত্তরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top