নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৬ মার্চ, পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। হাবড়া বানিপুর বানিকেতনে সিট পড়েছিল।শিশু বিদ্যা মন্দিরের ছাত্রী নিবেদিতা মিস্ত্রি পলিটিক্যাল সাইন্সের পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
জানা যায়, পরীক্ষা শুরুর কিছু পরেই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায় ছাত্রী। সাথে সাথে স্কুলের শিক্ষক পৌরসভার কর্মীরা মিলে তাকে হাবড়া হাসপাতালে নিয়ে আসে। এই মুহুর্তে হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছাত্রী। হাসপাতালেই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হবে, এমনটাই জানা যায় স্কুল সূত্রে।