পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান থেকে অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা মোদির। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হলো ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠান। শুক্রবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ফের একবার পরীক্ষার্থীদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁদের অভিভাবকরাও। পরীক্ষার কঠিন সময়টা কিভাবে পেরোবে পরীক্ষার্থীদের সেই নিয়েই পাঠ পরালেন প্রধানমন্ত্রী।
সাথে অভিভাবকদের উদ্দেশ্যেও রাখলেন বার্তা। নিজের মনের ভাব প্রকাশ করিব তিনি বললেন, অভিভাবকদের অনেকেই নিজেদের প্রত্যাশা পূরণের জন্য সন্তানের উপর চাপ দেন। আর তাদের তাঁদের সন্তান ভালো নম্বর পেতে হবে, সারাক্ষণ শুধুমাত্র এই চিন্তা করে চাপে পড়ে যায়। এর ফলে পড়াশোনায় ভালো করে মন দিতে পারে না। মোদী সরাসরি এই মানসিকতার বিরোধ করেছেন। তিনি বলেন, বাবা-মায়ের জন্য পড়ুয়াদের কখনই চাপে থাকা উচিত নয়। অভিভাবকদের কখনই নিজেদের স্বপ্ন সন্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। পড়ুয়াদের নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার স্বাধীনতা থাকা দরকার।
এদিন তিনি পরীক্ষার্থী এবং অভিভাবকদের নানান সমস্যার কথা শোনেন। এবং তার যথাযথ উত্তরও দেন। এদিন পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমি চাই, পরীক্ষার সময় প্রত্যেক ছাত্রছাত্রী যেন ভয়ের বাতাবরণ থেকে দূরে থাকে। বন্ধুদের অনুকরণ করার কোনও দরকার নেই। তুমি যা জান, যেটুকু করতে পার, সেটুকুই পুরো বিশ্বাসের সঙ্গে করে যাও। আর আমি জানি, তাহলেই তোমরা সকলে রীতিমতো উৎসবের মেজাজে পরীক্ষা দিতে পারবে।”
শিক্ষা মন্ত্রকের মতে, ‘পরীক্ষা যোদ্ধা’ বৃহত্তর অংশ হল পরীক্ষা পে চর্চা। প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর ‘পরীক্ষার যোদ্ধা’ উদ্যোগের লক্ষ্য হল পড়ুয়াদের জন্য চাপমুক্ত পরিবেশের সৃষ্টি করা, যাতে একই ছাদের তলায় পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা এসে প্রত্যেক শিশুকে পরীক্ষার জন্য উৎসাহিত করতে পারেন। নিজেকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য অনলাইন টুল ব্যবহার করার পরমর্শ দেন নরেন্দ্র মোদী। পরীক্ষা পে চর্চার সময় নরেন্দ্র মোদী বলেন, ‘অনলাইন শিক্ষা জ্ঞান অর্জনের নীতির উপর ভিত্তি করে অন্যদিকে অফলাইন শিক্ষা জ্ঞানকে টিকিয়ে রাখে এবং ভবিষ্যতে এই দুই শিক্ষাই কাজে দেবে পড়ুয়াদের।’
পড়ুয়াদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বলেন, ‘আমি চাই পরীক্ষা চলাকালীন পড়ুয়ারা আতঙ্কের পরিবেশ থেকে দূরে থাকুন। বন্ধুদের থেকে টোকাটুকির দরকার নেই, যেটাই করবে আত্মবিশ্বাসের সঙ্গে নিজে থেকে করবে এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই উৎসবের মেজাজে পরীক্ষা দিতে পারবে।’ মোদী এও জানান যে অফলাইনে যা হয়, অনলাইনেও একই জিনিস হয়। এর অর্থ মাধ্যম কোনও সমস্যা নয়। মোদী বলেন, ‘মাধ্যম নির্বিশেষে, যদি আমাদের মন বিষয়টির মধ্যে ডুবে থাকে, তবে জিনিসগুলিকে আঁকড়ে ধরায় কোনও পার্থক্য হবে না।’