মুখে নয়, এবার পর্দায় জবাব দিতে চান পরীমনি । কারাবাসের পর বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি বলেছেন, সিনেমা নিয়ে এবার কিছু বলব না, পর্দায় জবাব দিতে চাই। পরীমণি বলেন, আমার অভিনীত আগামী সিনেমা ‘প্রীতিলতা নিয়ে আমার বলার কথা না, দেখানোর কথা। আমাকে বিশ্বাস করে যারা দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। সিনেমাটি আমাকে অনুপ্রেরণা ও সাহস দেয়। সবাই মিলে কষ্ট করে যে অংশের শুটিং করেছি তা বলতে চাই না, আশা করি আপনারা পর্দায় দেখতে পাবেন।’
উল্লেখ্য, ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমণি।
আর ও পড়ুন মমতার রোম যাত্রা আটকে দিলো কেন্দ্রীয় সরকার
এদিকে প্রীতিলতা’ সিনেমার পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘গত বছর আমরা এই সিনেমার শুটিং শুরু করেছিলাম। করোনা ও বিভিন্ন কারণে শুটিং পিছিয়ে যায়। শুটিং শুরুর পর যেহেতু আমরা কিছু বলিনি। প্রীতিলতার যে জীবন সংগ্রাম তা ফুটিয়ে তুলতে পরীমণি যে সাহসিকতা দিখিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা।’
গত ৪ আগস্ট বিকালে বনানীর ১২ নম্বর রোডে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। মাদকের মামলায় বিভিন্ন দফায় রিমান্ড শেষে ২১ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়। মাদক মামলায় ২৭ দিন কাশিমপুরের মহিলা কারাগারে ছিলেন তিনি। পরে জামিনে মুক্তিপান অভিনেত্রী।
উল্লেখ্য,কারাবাসের পর বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি বলেছেন, সিনেমা নিয়ে এবার কিছু বলব না, পর্দায় জবাব দিতে চাই। পরীমণি বলেন, আমার অভিনীত আগামী সিনেমা ‘প্রীতিলতা নিয়ে আমার বলার কথা না, দেখানোর কথা। আমাকে বিশ্বাস করে যারা দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। সিনেমাটি আমাকে অনুপ্রেরণা ও সাহস দেয়।
সবাই মিলে কষ্ট করে যে অংশের শুটিং করেছি তা বলতে চাই না, আশা করি আপনারা পর্দায় দেখতে পাবেন।’উল্লেখ্য, ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমণি।