
পরীমনির ( Porimoni ) প্রতি সুবিচার হোক, ২৬ দিন পর মুখ খুলল পরিচালক সমিতি। বর্তমানে কারাগারে আছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির ( Porimoni ) জামিন শুনানি অনুষ্ঠিত হবে। বিবৃতিতে পরিচালকরা বলছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ঘটনার সত্যতা না জেনে তাৎক্ষণিকভাবে মন্তব্য করা থেকে বিরত থাকে।
চেষ্টা সত্ত্বেও পরীমনির বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর পরীমনি বড় শিল্পী হওয়ায় সত্য-মিথ্যা খুঁজে বের করা আরও কঠিন হয়ে পড়ে।’গত ৫ আগস্ট বনানীর বাড়ি থেকে মাদকসহ আটক করে র্যাবের একটি দল।
এরপর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পরীমনিকে আটকের প্রতিবাদ করে আসলেও পরিচালক সমিতি এ নিয়ে কোনো শব্দও করেনি। অবশেষে ২৬ দিন পর বা প্রায় এক মাস পর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিবৃতি দিয়েছে পরিচালক সমিতি।
আর ও পড়ুন এখন থেকে এক ঘণ্টার বেশি অনলাইনে ( Online ) গেম খেলতে পারবে না ১৮ বছরের কম বয়সীরা
‘আমরা সমিতিগতভাবে পরিষ্কার জানাতে চাই, পরীমনি আমাদের প্রিয় শিল্পী। তার গ্রেপ্তারে বাড়াবাড়ি করা হয়েছে। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন বলে একজন আইনজীবী পত্রিকায় যে মন্তব্য করেছেন তা সঠিক নয়। পরীমনি ( Porimoni ) আমাদের দেশের জনপ্রিয় শিল্পী।
তিনি যে মামলার আসামি তাতে তাকে জামিন দিয়ে এটি পরিচালনা হতে পারে। তিনি দোষী নাকি নির্দোষ তা আদালতে প্রমাণ হবে। কিন্তু জামিন পাওয়ার আইনি এখতিয়ার পরীর আছে। সুতরাং আমরা মনে করি, পরীমণিকে অবিলম্বে জামিন দিয়ে সত্য-মিথ্যা প্রমাণের সুযোগ দেওয়া হোক। তার প্রতি সুবিচার হোক।’
উল্লেখ্য, পরীমনির ( Porimoni ) প্রতি সুবিচার হোক, ২৬ দিন পর মুখ খুলল পরিচালক সমিতি। বর্তমানে কারাগারে আছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির ( Porimoni ) জামিন শুনানি অনুষ্ঠিত হবে। বিবৃতিতে পরিচালকরা বলছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ঘটনার সত্যতা না জেনে তাৎক্ষণিকভাবে মন্তব্য করা থেকে বিরত থাকে।