বড়দিন উপলক্ষ্যে পর্যটকদের ঢল নেমেছে দার্জিলিংয়ে

বড়দিন উপলক্ষ্যে পর্যটকদের ঢল নেমেছে দার্জিলিংয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পর্যটকদের

বড়দিন উপলক্ষ্যে পর্যটকদের ঢল নেমেছে দার্জিলিংয়ে। রাত পোহালেই বড়দিন। কলকাতা   মহানগরীতে উৎসবের রেশ। সেই রেশ লেগেছে পাহাড়েও। ঠান্ডা মাথায় নিয়েই পাহাড়ে পর্যটকরা। দার্জিলিং রীতিমতো জমজমাট। সমতলে ধুমধাম চলছেই। চলবে সেই বর্ষবরণের রাত পর্যন্ত। অনেকেই আবার এই ভিড় এড়িয়ে চলে যেতে চান পাহাড়ে। আর তা করতে গিয়েই বেড়েছে ভিড়। দার্জিলিং থেকে কালিম্পং হোক বা কার্শিয়াং, সব জায়গাতেই পর্যটকদের ভীড়।

 

ছোটখাটো গ্রামের হোমস্টেতেও জায়গা নেই। দার্জিলিংয়ের ম্যালে চলছে অনুষ্ঠান। লাল–নীল–গোলাপী আলোয় সেজে উঠেছে ম্যাল থেকে গির্জা। এমনকী গ্লেনারিস, কেভেন্টার্সের মতো রেস্তোরাঁও সেজেছে আলোয়।ক্রিসমাসের রঙ লেগেছে সমতলেও। শিলিগুড়ি, জলপাইগুড়িতেও চলছে উদযাপন। শিলিগুড়ির মহানন্দা সেতু থেকে উড়ালপুল, আলোয় সেজেছে। সাধারণ মানুষের উদ্যম দ্বিগুণ হয়েছে আবহাওয়ার কারণে।

 

ঝকঝকে আবহাওয়া সমতল থেকে পাহাড়ে। আবহাওয়াবিদরা বলছেন, সপ্তাহান্তে কমই থাকবে ঠান্ডা। পাহাড়ে কুয়াশা, হালকা মেঘ থাকবে। তবে বৃষ্টি হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। খুশি পর্যটকরা।
এদিকে এই ভিড়ের কারণেই দূরত্ববিধি মানা হচ্ছে না পাহাড়ি শহরে। অনেক পর্যটকই মাস্ক পরছেন না। আর সে কারণে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কোভিড দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত হয়েছিল দার্জিলিং।

 

আর ও পড়ুন    বাঘের আতঙ্কে গোটা গ্রাম, বাঘ ধরতে খাঁচা তৈরি, জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকা

 

ঠান্ডা মাথায় নিয়েই পাহাড়ে পর্যটকরা। দার্জিলিং রীতিমতো জমজমাট। সমতলে ধুমধাম চলছেই। চলবে সেই বর্ষবরণের রাত পর্যন্ত। অনেকেই আবার এই ভিড় এড়িয়ে চলে যেতে চান পাহাড়ে। আর তা করতে গিয়েই বেড়েছে ভিড়। দার্জিলিং থেকে কালিম্পং হোক বা কার্শিয়াং, সব জায়গাতেই পর্যটকদের ভীড়।ছোটখাটো গ্রামের হোমস্টেতেও জায়গা নেই। দার্জিলিংয়ের ম্যালে চলছে অনুষ্ঠান। লাল–নীল–গোলাপী আলোয় সেজে উঠেছে ম্যাল থেকে গির্জা। এমনকী গ্লেনারিস, কেভেন্টার্সের মতো রেস্তোরাঁও সেজেছে আলোয়।ক্রিসমাসের রঙ লেগেছে সমতলেও। শিলিগুড়ি, জলপাইগুড়িতেও চলছে উদযাপন। শিলিগুড়ির মহানন্দা সেতু থেকে উড়ালপুল, আলোয় সেজেছে। সাধারণ মানুষের উদ্যম দ্বিগুণ হয়েছে আবহাওয়ার কারণে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top