পর্যটকদের ক্যামেরা বন্দি হল সুন্দরবনের টাইগার!

পর্যটকদের ক্যামেরা বন্দি হল সুন্দরবনের টাইগার!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দক্ষিন 24 পরগণা – সুন্দরবনের ঘুরতে আসার অন্যতম আকর্ষণ হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার। পর্যটকদের কপাল ভালো থাকলে সুন্দরবনের ঘুরতে এসে দেখা মেলে সুন্দরবনের রাজা দক্ষিণ রায় বা রয়েল বেঙ্গল টাইগারের।তেমনি সুন্দরবনের জীববৈচিত্র্যের টানে কলকাতা থেকে একদল পর্যটক সুন্দরবনে ঘুরতে আসে।সুন্দরবনের ঘুরতে আসার সময় সোমবার দুপুরে কুলতলী থেকে সুন্দরবনে আজমখালী জঙ্গলের দিকে।জল পথে যাওয়ার সময় পর্যটকদের ক্যামেরাবন্দি হয় রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনে ঘুরতে এসে রয়েল বেঙ্গল টাইগার দর্শন করতে পেরে খুশি এলাকার মানুষেরা।



আজম খালি জঙ্গলের কাছে পর্যটকদের ক্যামেরাবন্দি হয় বাড়তি জঙ্গল থেকে নদীর তীরে এসে পর্যটকদের এক পলকে একটু দর্শন দিয়ে আবারো জঙ্গলে ফিরে যায় বাঘ। গত বছর শীতের মৌসুমে কুলতলী এলাকায় বাঘের আনাগোনা ছিল নিত্যদিনের সঙ্গী। কিন্তু এই গরমে সাধারণত বাঘ জঙ্গল ছেড়ে বাইরে বেরোয় না।কিন্তু ভাগ্যক্রমে পর্যটকদের দর্শন দেয়ার জন্যই জঙ্গল ছেড়ে পর্যটকদের নৌকার সামনে আসে রয়েল বেঙ্গল টাইগার। বনের রাজা দর্শন পেয়ে খুশি পর্যটকেরা। এ বিষয়ে এক পর্যটক তারক দাস তিনি বলেন, বাংলার প্রবাদ রয়েছে সুন্দরবনে এলেই যে পর্যটকেরা বাঘ দেখতে পাবে সেটা নয়।জঙ্গলে বাঘের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। কলকাতা থেকে আমরা ৪-৫ জনের একটি দল সুন্দরবনে ঘুরতে আসি। জলপথে ঘোরার সময় হঠাৎই বাঘের দর্শন। বাঘের দর্শন পেয়ে খুশি হয়েছি আমরা এই অনুভূতি প্রকাশ করে বোঝানো যাবেনা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top