পর্যটকদের নজর কাড়তে প্রস্তুত চড়িদার দূর্গা প্রতিমা ও সাজসজ্জা

পর্যটকদের নজর কাড়তে প্রস্তুত চড়িদার দূর্গা প্রতিমা ও সাজসজ্জা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পুরুলিয়া- চড়িদার দূর্গা পুজো প্রতি বছরই পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। পুরুলিয়ার এই গ্রাম এখন বিশ্ববিখ্যাত মুখোশশিল্পের জন্য। গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষই মৃৎশিল্পী, যারা প্রতিমা ও মুখোশ তৈরিতে দক্ষ। তাই প্রতিবছরই চড়িদার একমাত্র চড়িদা ষোলোআনা দূর্গা মন্দিরে প্রতিমার গড়নে থাকে অভিনবত্ব। এবছর ৪৩ তম বর্ষে পা দিল চড়িদা ষোলোআনা দূর্গা পূজা কমিটির পুজো । প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন গ্রামের শিল্পী রাধাগোবিন্দ দত্ত। কমিটির সভাপতি প্রধান রায় জানান, প্রতিবছরের মতো এবারও প্রতিমায় থাকবে চমক, কারণ শুধু গ্রামবাসী নয় আশপাশের গ্রাম ও পর্যটকরাও এই পুজোর দর্শনার্থী। তাঁদের কথা মাথায় রেখেই সাজসজ্জা থেকে প্রতিমা নির্মাণ সবকিছু করা হচ্ছে। সরকারি নিয়ম মেনেই পুজো হয় এবং নিয়মিত হিসাব জমা দেওয়ায় সরকারি অনুদানও মেলে বলে জানান কর্তৃপক্ষ। তবে এই পুজোর আসল আকর্ষণ দ্বাদশীর দিন রাবণদহন। বর্তমানে পূজোর প্রস্তুতি চলছে তুঙ্গে, প্রতীক্ষা কেবল মহালয়ার দিন থেকে শুরু হওয়া দেবী আরাধনার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top