উত্তরবঙ্গ – উত্তরবঙ্গের দুর্যোগের মধ্যেও মানবিক উদ্যোগে নজির গড়ল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। প্রধান নগর থানার সহযোগিতায় শুকনো এলাকায় একটি পুলিশ বুথ তৈরি করা হয়েছে, যেখানে পাহাড় থেকে নেমে আসা যাত্রী ও পর্যটকদের জন্য পানীয় জল, বিস্কুট ও কেকের ব্যবস্থা করা হয়েছে।
খাবারের প্যাকেট ও পানীয় জল হাতে তুলে দেন পুলিশ কমিশনার সি. সুদাকার, ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) তনময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ, এবং প্রধান নগর থানার আইসি বাসুদেব সরকার সহ অন্যান্য অফিসাররা।
এই উদ্যোগে খুশি পর্যটকরা পুলিশের পাশে থাকার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে, এই সেবামূলক কার্যক্রম আগামী দিনগুলিতেও চলবে, যাতে পাহাড় থেকে নেমে আসা টুরিস্টদের যাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হয়।
