বড়দিনের আগে পর্যটকের ঢল নেমেছে নবদ্বীপ মায়াপুরে

বড়দিনের আগে পর্যটকের ঢল নেমেছে নবদ্বীপ মায়াপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পর্যটকের

বড়দিনের আগে পর্যটকের ঢল নেমেছে নবদ্বীপ মায়াপুরে। চৈতন্য ভূমি নবদ্বীপ শহর জুড়ে মন্দির রয়েছে। গঙ্গা পেরিয়ে রয়েছে মায়াপুর ইসকন কেন্দ্রিক বিভিন্ন টুরিস্ট স্পট। বড়দিন আসার আগেই দেশ-বিদেশ থেকে বহু পর্যটক যেমন নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দিরে এসে গিয়েছেন তেমনি বাংলার বিভিন্ন জেলা থেকে প্রতিদিন আসছেন পর্যটক।

 

এর ফলে স্থানীয় হোটেল থেকে শুরু করে গেস্ট হাউজের মালিকরা ভীষণ খুশি। পাশাপাশি টোটো চালক থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের চালক খুশিতে মেতে উঠেছেন। কারণ করোনার পরিস্থিতিতে গত দুই বছরের অধিক সময় কাল ধরে মায়াপুর ইসকন নবদ্বীপ পর্যটকদের আনাগোনা ছিল খুব কম। তাই কপালে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হয়েছিল। এবছর কর্নার প্রকোপ কিছুটা কমে যেতে ডল নেমেছে পর্যটকদের।

 

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে মায়াপুর ইসকন কেন্দ্রিক যে সমস্ত লজ হোটেল রয়েছে ইতিমধ্যে বুকিং হয়ে গিয়েছে। ইসকন মন্দিরের ভেতর যে সমস্ত গেস্টহাউজ রয়েছে অধিকাংশ থাকার জায়গা অনলাইনে বুকিং শেষ হয়েছে। তবে যারা আসছেন ঘর থাকলে তাদের ব্যবস্থা করে দিচ্ছেন বিভিন্ন গেস্টহাউজ কর্তৃপক্ষ। কারণ কেউ যেন ঘর না পেয়ে ফিরে না জান সেদিকে নজর রেখেছেন বিভিন্ন গেস্টহাউস কর্তৃপক্ষ ও মন্দির কর্তৃপক্ষ।

 

পর্যটকদের ঢল নামার ফলে স্থানীয় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। বিক্রি হচ্ছে বিভিন্ন জিনিসপত্র হোটেলের খাবার এবং লজ ব্যবসায়ীদের থাকার ব্যবস্থাও ক্রমশ ভালো হয়েছে তাই মুখে হাসি ফুটেছে গেস্টহাউজ কর্তৃপক্ষের। মায়াপুর লজ হোটেল ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রদীপ দেবনাথ জানিয়েছেন যে আমরা বিগত দুই বছর ধরে করোনার পরিস্থিতির কারণে গেস্ট হাউস ভাড়া দিতে পারিনি তাই অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউজের মালিকদের পক্ষে ব্যবসা চালানো দুর্বিষহ হয়ে উঠেছিল।

 

এখন করোনা পরিস্থিতি একটু ভালো থাকার কারণে পর্যটকরা আসতে শুরু করেছেন। প্রতিদিন ভালো পর্যটক আশায় ঘর ভাড়া ঠিকমতো হচ্ছে। তাই এলাকার ব্যবসায়ীদের মধ্যে আনন্দের জোয়ার। কারণ প্রাকৃতিক পরিবেশ রয়েছে মায়াপুর ইসকন কেন্দ্রিক বিভিন্ন টুরিস্ট লজ গুলিতে। এখানে রয়েছে চৈতন্যের মাসির বাড়ি চাঁদকাজী বল্লাল ঢিবি সহ একাধিক টুরিস্ট স্পট।

 

রয়েছে গঙ্গা ঘেঁষে একাধিক মঠ মন্দির এবং তপবন আশ্রম অর্থাৎ গাছবাড়ি নামে খ্যাত একটি টুরিস্ট স্পট সকলের আকর্ষণীয় করে তুলেছে। ভাড়া সাধ্যের মধ্যে। প্রাকৃতিক পরিবেশকে যারা ভালবাসে মন্দিরের প্রতি যাদের আছে তাদের পক্ষে মায়াপুর ইসকন কেন্দ্রিক টুরিস্ট স্পট গুলি আনন্দ এনে দেবে তাই পর্যটকের ঢল নেমেছে।

 

আর ও পড়ুন    মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ ৭ বছরের এক শিশু

 

অন্যদিকে চৈতন্য ভূমি নবদ্দীপ শহরেও রয়েছে যথেষ্ট মন্দির এবং গেস্ট হাউস। রয়েছে শ্রীচৈতন্যের জন্মস্থান প্রাচীন মায়াপুর রয়েছে দীর্ঘাকার লম্বা মহাপ্রভুর মূর্তি। প্রাচীন মায়াপুর জন্মস্থান সংলগ্ন গঙ্গার তীরবর্তী এলাকায় রয়েছে একাধিক মন্দির এবং আশ্রম অনেকেই থাকতে পারবেন এবং প্রসাদ গ্রহণ করতে পারবেন। রয়েছে বেড়ানোর মতো উপযুক্ত জায়গা।

 

তাই বড়দিন আসার আগেই বিভিন্ন গেস্ট হাউস বুকিং হয়ে গিয়েছে এবং পর্যটকদের ঢল নেমেছে। এখানে বাস পথে নিজস্ব গাড়ি নিয়ে অথবা ট্রেন পথে কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেলওয়ে ষ্টেশনে নেমে অনায়াসে যাতায়াত করতে পারবেন নবদ্বীপ মায়াপুর ইসকনে। বেড়ানোর উপযুক্ত জায়গা মায়াপুর এবং নবদ্বীপ টুরিস্ট স্পট গুলি পর্যটকরা দেখছেন এবং ভিড় করছেন। স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা জানিয়েছেন চৈতন্য বিজড়িত নবদ্বীপ

 

মায়াপুরে পর্যটকরা আসছেন এবং অর্থনৈতিক ভাবে উপকৃত হচ্ছেন তাই ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাশীষ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেয়া হয়েছে যাতে কোনরকম পর্যটকদের অসুবিধা না হয় নবদ্বীপ ফেরিঘাট রোড রুপগঞ্জ ফেরি ঘাটে কড়া ব্যবস্থা রয়েছে যাত্রীদের সাবধানে ওঠানামার জন্যে সিভিক পুলিশ মোতায়ন।

 

বড়দিনকে সামনে রেখে পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রচুর পুলিশ মোতায়ন করার ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। বিভিন্ন মন্দিরে রয়েছে স্বেচ্ছাসেবক থেকে আমাদের পুলিশ বিভাগের কর্মীরা। সিভিক পুলিশ নিয়মিত ভাবে বিভিন্ন জনবহুল এলাকায় টার্নিং পয়েন্টে ডিউটি দিচ্ছেন যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা অশান্তি না ঘটে। প্রতিদিন পর্যটকদের ভিড় বাড়ছে। খুশি সকলেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top