পলাশীগামী খালি লরি শান্তিপুর বাথনাবাইপাস ওভারব্রিজের উপর থেকে 30 ফুট খাদে উল্টে, চালকের মৃত্যু, পলাতক খালাসী

পলাশীগামী খালি লরি শান্তিপুর বাথনাবাইপাস ওভারব্রিজের উপর থেকে 30 ফুট খাদে উল্টে, চালকের মৃত্যু, পলাতক খালাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা থেকে পলাশীগামী খালি লরি নদীয়ার শান্তিপুর বাথনাবাইপাস ওভারব্রিজের উপর থেকে উল্টে গিয়ে রাতের অন্ধকারে পড়ে প্রায় তিরিশ ফুট নীচে। তবে আশেপাশে বাড়ি না থাকার কারণে, দূরের গ্রামের মানুষ ভোরে কৃষি কাজ করতে যাবার সময় লক্ষ্য করে বিষয়টি। তাদের অনুমান পথ দুর্ঘটনা বা রাস্তা খারাপের কারনে নয়, কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ গাড়িটি উল্টে যায় গভীর খাতে। বেশ খানিকটা উঁচু থেকে পড়লেও তা পাল্টি হয়নি কাত হয়ে ঘাসএবং জঙ্গলের মধ্যে দিয়ে, আছড়ে পড়ে লরিটি।

 

এরপর গুরুতর আহত চালককে, চালকসীট থেকে উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু ঘোষণা করে। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে, লাইসেন্স এবং অন্যান্য প্রমাণাদি দেখে জানতে পারেন এবং পরিবারকে খবর দেন। প্রশাসনিক সূত্রে জানা যায় 30 বছর বয়সী ওই যুবকের নাম গোলাম মাসুদ পলাশী জালিকা নগরে তার বাড়ি।তবে চালকের এর সহযোগী খালাসী রাত থেকেই বেপাত্তা হয়েছে বলে এলাকাবাসীর অনুমান। মৃত চালকের পরিবার থেকে সদস্যরা পৌঁছেছেন শান্তিপুর থানায় । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, পলাশী থানার মাধ্যমে।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর উস্কানিতেই হাওড়ার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটেছে মন্তব্য তিব্রেয়ালের

উল্লেখ্য, কলকাতা থেকে পলাশীগামী খালি লরি নদীয়ার শান্তিপুর বাথনাবাইপাস ওভারব্রিজের উপর থেকে উল্টে গিয়ে রাতের অন্ধকারে পড়ে প্রায় তিরিশ ফুট নীচে। তবে আশেপাশে বাড়ি না থাকার কারণে, দূরের গ্রামের মানুষ ভোরে কৃষি কাজ করতে যাবার সময় লক্ষ্য করে বিষয়টি। তাদের অনুমান পথ দুর্ঘটনা বা রাস্তা খারাপের কারনে নয়, কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ গাড়িটি উল্টে যায় গভীর খাতে। বেশ খানিকটা উঁচু থেকে পড়লেও তা পাল্টি হয়নি কাত হয়ে ঘাসএবং জঙ্গলের মধ্যে দিয়ে, আছড়ে পড়ে লরিটি। এরপর গুরুতর আহত চালককে, চালকসীট থেকে উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু ঘোষণা করে।

 

ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে, লাইসেন্স এবং অন্যান্য প্রমাণাদি দেখে জানতে পারেন এবং পরিবারকে খবর দেন। প্রশাসনিক সূত্রে জানা যায় 30 বছর বয়সী ওই যুবকের নাম গোলাম মাসুদ পলাশী জালিকা নগরে তার বাড়ি।তবে চালকের এর সহযোগী খালাসী রাত থেকেই বেপাত্তা হয়েছে বলে এলাকাবাসীর অনুমান। মৃত চালকের পরিবার থেকে সদস্যরা পৌঁছেছেন শান্তিপুর থানায় । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, পলাশী থানার মাধ্যমে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top