দমকল, পশুপ্রেমী সংগঠন,এবং স্থানীয়দের দুঘন্টার চেষ্টায় সফল অপারেশন ” বুল ” রবিবার সকাল জলপাইগুড়ি শহরের তিন নম্বর রেল গুমটি সংলগ্ন এলাকার এক গভীর নিকাশি নালায় পরে যায় একটি ষাঁড়। এরপরেই দ্রুত চঞ্চল্য ছড়িয়ে পরে এলাকা জুড়ে, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা সহ অ্যানিমেইল হেল্প লাইনের সদস্যরা।
শুরু হয়, যুদ্ধকালীন তৎপরতায় গভীর নিকাশি নালায় পরে থাকা ষাঁড় উদ্ধারের কাজ, এগিয়ে আসেন স্থানীয় মানুষেরাও। দীর্ঘ দুঘন্টা ধরে চলে এই রেশকিউ অপারেশন। অবশেষে গভীর নর্দমা পরে যাওয়া ষাঁড়কে ওপরে তুলতে সমর্থ হয় উদ্ধারকারী দলের সদস্যরা। ঘটনা প্রসঙ্গে দমকল কর্মীদের ভুয়সী প্রশংসা করে অ্যানিমেইল হেল্প লাইনের সভাপতি প্রীতম দাস বলেন, সবার চেষ্টায় ষাঁড়টিকে উদ্ধার করা সম্ভব হলো। ( বাইট 1). হেল্প লাইনের আরেক সদস্য শেখ সুলতান জানান,আমাদের সাথে স্থানীয়দের এবং দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় ষাঁড় ঠিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাইট,,২।
আরও পড়ুন- চোপড়া,বন দপ্তরের উদ্যোগে এলাকায় চারা গাছ বিতরণ
উল্লেখ্য, দমকল, পশুপ্রেমী সংগঠন,এবং স্থানীয়দের দুঘন্টার চেষ্টায় সফল অপারেশন ” বুল ” রবিবার সকাল জলপাইগুড়ি শহরের তিন নম্বর রেল গুমটি সংলগ্ন এলাকার এক গভীর নিকাশি নালায় পরে যায় একটি ষাঁড়। এরপরেই দ্রুত চঞ্চল্য ছড়িয়ে পরে এলাকা জুড়ে, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা সহ অ্যানিমেইল হেল্প লাইনের সদস্যরা।
শুরু হয়, যুদ্ধকালীন তৎপরতায় গভীর নিকাশি নালায় পরে থাকা ষাঁড় উদ্ধারের কাজ, এগিয়ে আসেন স্থানীয় মানুষেরাও। দীর্ঘ দুঘন্টা ধরে চলে এই রেশকিউ অপারেশন। অবশেষে গভীর নর্দমা পরে যাওয়া ষাঁড়কে ওপরে তুলতে সমর্থ হয় উদ্ধারকারী দলের সদস্যরা। ঘটনা প্রসঙ্গে দমকল কর্মীদের ভুয়সী প্রশংসা করে অ্যানিমেইল হেল্প লাইনের সভাপতি প্রীতম দাস বলেন, সবার চেষ্টায় ষাঁড়টিকে উদ্ধার করা সম্ভব হলো। ( বাইট 1). হেল্প লাইনের আরেক সদস্য শেখ সুলতান জানান,আমাদের সাথে স্থানীয়দের এবং দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় ষাঁড় ঠিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাইট,,২।