রাজ্য – পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা (ডিএ) নিয়ে আজ, সোমবার সুপ্রিম কোর্টে পুনরায় শুনানি হতে চলেছে। ছ’ সপ্তাহ আগে আদালত রাজ্য সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়ার অন্তত ২৫ শতাংশ অর্থ কর্মচারীদের হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ এখনও পূরণ হয়নি। বরং সময়সীমা শেষ হওয়ার দিনই, ২৭ জুন রাজ্য আরও ছয় মাস সময় চেয়ে নতুন আবেদন করেছে।
আজ বিচারপতি সঞ্জয় কারোল এবং পিকে মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ডিএ আন্দোলনকারীরা চোখ রেখেছেন রাজ্যকে অতিরিক্ত সময় দেওয়া হবে কিনা তার ওপর। গত ১৬ মে শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তারা চাইলে রাজ্যের আবেদন বাতিলও করতে পারত, কিন্তু এর পরিবর্তে মামলার চূড়ান্ত নিষ্পত্তি অগস্ট মাসে করার কথা ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, এর আগেই রাজ্যকে অন্তত ২৫ শতাংশ বকেয়া পরিশোধ করতে হবে।
২৭ জুন রাজ্য জানিয়েছে, তাদের অর্থনৈতিক সংকট রয়েছে। লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর ডিএ বকেয়ার ২৫ শতাংশ মেটাতে প্রায় ১০ হাজার ৪২৫ কোটি টাকা প্রয়োজন, যা বর্তমান বাজেটে নেই। তাই এই টাকা সংগ্রহ করতে হলে কেন্দ্রের অনুমতি নিয়ে ঋণ নিতে হবে, যা সময়সাপেক্ষ।
রাজ্য আরও জানিয়েছে, ডিএ বকেয়ার মোট পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা। বর্তমানে রাজ্যের সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, যা কিছু মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অথচ কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, অর্থাৎ এখনো ৩৭ শতাংশ ফারাক রয়েছে।
সুপ্রিম কোর্ট রাজ্যের এই আর্থিক যুক্তিগুলোকে কতটা গুরুত্ব দেবে, তা নির্ধারণ করবে বকেয়ার ভবিষ্যৎ। যদি আদালত রাজ্যের সময় চাওয়া আবেদন খারিজ করে দেয়, তবে নবান্নের ওপর চাপ আরও বাড়বে। আজকের শুনানি রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কেন্দ্রীয় হারে ডিএ আদায়ের লড়াই এখন প্রধানত আইনি স্তরে নির্ভরশীল।
