পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কৃষক আত্মহত্যার ঘটনা ধামা চাপা দিচ্ছে, অভিযোগ বিজেপি নেতা অমিত মালব্যের। ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো থেকে প্রকাশিত রিপোর্টে পশ্চিমবঙ্গের ফসলের নূন্যতম মূল্য না পেয়ে কৃষক আত্মহত্যার ঘটনা শূন্য বলে দেখানো হয়েছে। আর এই রিপোর্ট পাঠানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেই। তবে এই রিপোর্টকে ভ্রান্ত বলে অভিযোগ করেন বিজেপি নেতা অমিত মালব্য।
তিনি অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্রীয় মন্ত্রক-কে মিথ্যে তথ্য জমা করেছে। যার দরুন রাজ্যের কৃষক আত্মহত্যার ঘটনাকে চাপা দেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার, তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করেন। সেখানে জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোরা তথ্যকে চ্যালেঞ্জ জানান তিনি। ওই পোস্টে তিনি জানান, সম্প্রতি একজন আরটিআই সক্রিয় ব্যক্তি রাজ্য সরকারের কাছে এই বিষয়ে আরটিআই করে তথ্য জানতে চান। আর সেই আরটিআই-এর উত্তরে দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে ফসলের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক আত্মহত্যার মোট ঘটনা ১২২। এর মধ্যে গোয়ালতোর থানা এলাকাতে ২০২১ সালে ১৪ জন ও ২০২২ সালে ৫ জন।
আরও পড়ুন – গভীর রাতে পেট্রোল পাম্পের দুঃসাহসিক ডাকাতি, চাঞ্চল্য এলাকায়
কেশপুর থানা এলাকাতে ২০২১ সালে ৮ জন ও ২০২২ সালে ৫ জন। আনন্দপুর থানা এলাকাতে ২০২১ সালে ১০ জন ও ২০২২ সালে ২ জন। কেশিয়ারী থানা এলাকাতে ২০২১ সালে ৫ জন। দাঁতন থানা এলাকাতে ২০২১ সালে ৭ জন ও ২০২২ সালে ৭ জন। মোহনপুর থানা এলাকাতে ২০২১ সালে ৭ জন। পিংলা থানা এলাকাতে ২০২১ সালে ৮ জন ও ২০২২ সালে ২ জন। ঘাটাল থানা এলাকাতে ২০২১ সালে ৬৩ জন ও ২০২২ সালে ১৩ জন। তিনি আরও জানান, পশ্চিম মেদিনীপুর এলাকাতেই এই ধরণের ঘটনা ঘটেছে। এই তথ্য প্রকাশ্যে এনে তিনি জানান, এটা রাজ্যের সরকার নয় এরা চোর এবং অপরাধী। এদিন অমিত মালব্যের ট্যুইটকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে কৃষক মৃত্যুকে ঘিরে নতুন বিতর্ক শুরু হল।