পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর, এলো ‘স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট’

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর, এলো ‘স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পশ্চিমবঙ্গের শিক্ষক ও সরকারি কর্মচারীদের জন্য এলো বড় স্বস্তির বার্তা। রাজ্য সরকার সম্প্রতি বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিশেষভাবে বলা হয়েছে, পে ম্যাট্রিক্সের শেষ সেলে পৌঁছানো কর্মচারীরাও আর্থিকভাবে বঞ্চিত হবেন না। নতুন পদক্ষেপটির নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট’।

ROPA 2019 অনুযায়ী প্রতিটি পে ম্যাট্রিক্স লেভেলে থাকে ৩৩টি সেল। সাধারণত প্রতি বছর একটি করে ইনক্রিমেন্ট দেওয়া হয়। কিন্তু ৩৩ বছর চাকরি করার পর কর্মচারীরা শেষ সেলে পৌঁছে গেলে আর কোনও বেতন বৃদ্ধি পান না। চাকরির শেষ পর্যায়ে এই স্থবিরতা বা ‘স্ট্যাগনেশন’-এর ফলে বহু শিক্ষক ও সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন।

গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা ইতিমধ্যেই পে ম্যাট্রিক্সের শেষ সেলে পৌঁছে গেছেন, তাঁদের জন্য কার্যকর হবে বিশেষ Stagnation Increment। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সমস্ত স্কুলশিক্ষক ও রাজ্যের সরকারি কর্মচারীরাই এই সুবিধার আওতায় আসবেন। সরকারের এই সিদ্ধান্তে অবসরের কাছাকাছি পৌঁছে যাওয়া হাজার হাজার কর্মচারী এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top