রাজ্য – পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্যের উন্নয়নে এক বড় পদক্ষেপ গ্রহণ করল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)। রাজ্যে আর্সেনিক ও ফ্লুরাইডমুক্ত নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে এই আন্তর্জাতিক সংস্থা আরও ৮৬০ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে। এই প্রকল্পে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার প্রায় ১৬.৫ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানা গিয়েছে।
এইসব এলাকায় ভূগর্ভস্থ জলে আর্সেনিক ও ফ্লুরাইড দূষণের মাত্রা অনেক বেশি। ফলে বহু মানুষ দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্যসমস্যার সম্মুখীন হচ্ছেন। রাজ্য সরকারের উদ্যোগ ও এডিবি-র আর্থিক সহায়তায় এবার সেই সংকট নিরসনে এগিয়ে আসছে নতুন পরিশোধিত জল প্রকল্প।
এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনায় বিকল্প পরিশোধিত পানীয় জলের উৎস গড়ে তোলার কাজ এই প্রকল্পের আওতায় আরও গতি পাবে। রাজ্যের জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটি এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সরকারি সূত্রের খবর, উন্নত পরিকাঠামো, পরিশোধনাগার ও পাইপলাইন সম্প্রসারণের মাধ্যমে এই জল প্রকল্প বাস্তবায়িত হবে। দীর্ঘমেয়াদে এই উদ্যোগ জনস্বাস্থ্য রক্ষার পাশাপাশি গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে পানীয় জলের সহজলভ্যতা নিশ্চিত করবে।
