রাজ্য – পশ্চিমবঙ্গে এসআইআর (SIR West Bengal) নিয়ে বিতর্ক বাড়তেই জেলা জেলায় অবজার্ভার পাঠিয়েছে নির্বাচন কমিশন। রবিবার দক্ষিণ ২৪ পরগণায় স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত (Subrata Gupta) হঠাৎ হাজির হন ফলতা বিডিও অফিসে। সেখানে তিনি মৃত ভোটার সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখেন। ফলতার বিডিও শানু বক্সী জানান, বিরোধীদের পক্ষ থেকে কিছু এপিক নম্বর (Voter Card Epic Number) তুলে ধরে অভিযোগ করা হয়েছিল যে মৃত ভোটারকে জীবিত দেখানো হচ্ছে কি না। সার্চ করে দেখা গেছে সংশ্লিষ্ট নামগুলিতে ‘ডেথ মার্কিং’ যথাযথভাবে করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন BLO, ERO, SDO এবং চারটি রাজনৈতিক দলের BLA-রা। সুব্রত গুপ্ত বৈঠক শেষে জানান, SIR নিয়ে সবার মতামত শোনা হয়েছে। কেউ বিশেষ অসুবিধার কথা বলেননি। অভিযোগ আসবেই, সেগুলো খতিয়ে দেখা হবে। ডেটাবেসের পর ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে এবং প্রয়োজনে শুনানি করা হবে।
ফলতার BDO দাবি করেন, BLO-রা সিস্টেম ও সার্ভারের কিছু সমস্যার কথা জানিয়েছেন। পর্যবেক্ষকও কাজকর্মের খুঁটিনাটি জানতে চান। তিনি মন্তব্য করেন, তারা পর্যবেক্ষকের কাজকর্মে সন্তুষ্ট। সূত্রের খবর, ECI বা CEO দফতরে কিছু অভিযোগ জমা পড়েছিল। প্রশাসনের মতে, অভিযোগ আসা স্বাভাবিক, মূল দায়িত্ব হলো সত্যতা যাচাই করা।
এদিকে বিরোধীরা মনে করছেন, নির্বাচন কমিশন অত্যন্ত তাড়াহুড়ো করে SIR প্রক্রিয়া করছে। যে কাজ আড়াই বছর সময় নেয়, তা এক মাসের মধ্যে করার চেষ্টা করা হচ্ছে। শেষমেশ পরিস্থিতি বিবেচনা করে এনুমারেশন ফর্ম (Enumeration Form) জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আগে ফর্ম জমা দেওয়ার শেষ সময় ছিল ৪ ডিসেম্বর, এখন তা বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে।
কমিশনের এদিনের নির্দেশিকায় বলা হয়েছে, আগে প্রকাশিত ২৭ অক্টোবরের SIR সময়সূচি বাতিল করে নতুন ক্যালেন্ডার জারি করা হয়েছে। আন্দামান-নিকোবর, ছত্তীসগড়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ—এই ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে একই সঙ্গে সংশোধন প্রক্রিয়া চলবে।




















